মেঘনার ভাঙনে বিলীন হচ্ছে ম্যানগ্রোভ বন, সংরক্ষণের দাবী সচেতন মহলের

প্রথম পাতা » তজুমদ্দিন » মেঘনার ভাঙনে বিলীন হচ্ছে ম্যানগ্রোভ বন, সংরক্ষণের দাবী সচেতন মহলের
বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩



---

হেলাল উদ্দিন লিটন, ভোলাবাণী।

ভোলার তজুমদ্দিনে চরাঞ্চলে বনবিভাগের সৃজন করা ম্যানগ্রোভ বনের কেওড়া বাগান মেঘনার ভাঙ্গনের কবলে পড়েছে। এতে প্রতি বছর করালগ্রাসী মেঘনার ভাঙনে হাজার হাজার কেওড়া কাঠ গাছ নদীর গর্ভে বিলীন হলেও তা কেটে সংরক্ষণের বিধান না থাকায় সংরক্ষণে করতে পারছেন না বনবিভাগ। ভাঙনের কবল থেকে বনাঞ্চল রক্ষা করতে না পারলে প্রাকৃতিক দূর্যোগে বিপর্যয় সৃষ্টি হতে পারে বলে আশংকা করছে উপজেলায় বসবাসরতরা।
বনবিভাগের তথ্য মতে জানা যায়, বিভিন্ন সময়ে মেঘনার বুকে জেগে উঠা বিভিন্ন চর সমূহে ম্যানগ্রোভ বনায়ণ করান বনবিভাগের মাধ্যমে সরকার। অথচয় সরকারী অর্থায়নে করা এসব ম্যানগ্রোভ বন মেঘনার ভাঙ্গনে প্রতিদিন শত শত গাছ বিলীন হয়ে যাচ্ছে। বিলীন হওয়া এসব সরকারী সম্পদ কেটে সংরক্ষণ করার আইন না থাকায় তা সংরক্ষণ করতে পারছেনা বনবিভাগ। প্রতি বছর নতুন বাগান সৃজন করলেও জলবায়ু পরিবর্তনের ফলে মেঘনার ভাঙনে বাগানের আয়তন প্রতি বছরই কমছে। ভাঙনের কবল থেকে বনাঞ্চল রক্ষা করতে না পারলে প্রাকৃতিক দূর্যোগে বিপর্যয় সৃষ্টি হতে পারে বলে আশংকা করছে সচেতন মহল। ফলে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে ধারনা বিশেষজ্ঞদের। একটি রাষ্ট্রের মোট আয়াতনের ২৫ ভাগ বনভ‚মি থাকার নিয়ম থকেলেও বাংলাদেশে রয়েছে মাত্র ৮ থেকে ৯ শতাংশ। যে কারণে দেশে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা কঠিন হয়ে পড়বে বলে মনে বিশেষজ্ঞরা। স্থানীয়দের সাথে আলাপকালে তারা জানান, প্রতি বছর মেঘনার ভাঙনে শত শত কেওড়াকাঠ গাছ নদীর গর্ভের বিলীন হয়ে গেলেও বনবিভাগের লোকজনকে তা সংরক্ষণ করতে দেখা যায় না। নদীর ভাঙন থেকে বাগানগুলি রক্ষা করতে না পারলে হয়ত কয়েক বছরের মধ্যে পুরো বাগান নদীর ভাঙনে বিলীন হয়ে যেতে পারে আর তাতে করে প্রাকৃতিক বন্যায় প্রচুর ক্ষয়-ক্ষতি হবে আমাদের। কিছুদিন আগে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে বসতি এলাকায় সরাসরি আঘাত হানায় অনেক গাছপালা ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে।
স্থানীয় খোকন পাটওয়ারী বলেন, মেঘনার ভাঙনে প্রতি বছর ম্যানগ্রোভ বন বিলীন হচ্ছে। তা ঠেকানো না গেলে প্রাকৃতিক ঘূর্ণিঝড়ে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতিসহ প্রাণ হানির আশংকা রয়েছে। তাই মেঘনার ভাঙন থেকে বন রক্ষা করতে সরকারকে এখনই যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে।
তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ ও স্থানীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলাল উদ্দিন সুমন বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে নদীতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় মেঘনার ভাঙনে ম্যানগ্রোভ বনের গাছগুলি বিলিন হচ্ছে। এসবের ফলে প্রাকৃতিক বিপর্যয় সৃষ্টি হয়ে জানমালের ব্যাপক ক্ষতিসহ প্রচুর প্রাণহানিও ঘটতে পারে। তাই বনকে নদীর ভাঙনের কবল থেকে রক্ষা করা না গেলে জীববৈচিত্র ও পরিবেশ পড়বে ধ্বংসের মুখে। বেশি বেশি করে নতুন বাগান সৃষ্টি করতে হবে নিতে হবে ভাঙন রোধে যথাযথ ব্যবস্থা। এতেই আমরা বড় দূর্যোগ ঠেকাতে না পারলেও ছোটগুলি ঠেকাতে সক্ষম হবো। আইন প্রনয়ন করে গাছগুলি সংরক্ষণেরও দাবী জানান তিনি।
দৌলতখান রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. মাহাবুব আলম বলেন, নদীতে বিলিন হওয়া গাছ কাটতে আইনে নিষেধ আছে তাই নদীতে বিলীন হওয়া গাছগুলি কেটে সংরক্ষণ করা যাচ্ছে না। ভাঙন কবলিত এলাকার গাছ কাটলে নদীর ভাঙন তীব্র হয় যে কারণে এসব গাছগুলি কাটতে নিষেধ রয়েছে। তবুও ভাঙন কবলিত বাগান কিভাবে সংরক্ষণ করা যায় উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭:২২:২৮   ১৮ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

তজুমদ্দিন’র আরও খবর


তজুমদ্দিনে জাতীয় সমবায় দিবস পালিত
মেঘনার ভাঙনে বিলীন হচ্ছে ম্যানগ্রোভ বন, সংরক্ষণের দাবী সচেতন মহলের
তজুমদ্দিনে অভিযান ২০ হাজার মিটার জাল আটক॥
শেখ হাসিনার উন্নয়নের বার্তা নিয়ে এমপি শাওনের পক্ষে মাঠ চষে বেড়াচ্ছেন যুব মহিলা লীগ
তজুমদ্দিনে মহিষ গ্রুপের সদস্যদের প্রশিক্ষণ
তজুমদ্দিনে জেলেদের মাঝে বিজিএফের চাল বিতরণ
তজুমদ্দিনে দূর্যোগ প্রশমন দিবস পালিত
তজুমদ্দিনে সামাজিক নিরাপত্তা ও আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীদের মিলন মেলা
লালমোহন-তজুমদ্দিনে প্রধানমন্ত্রীর জন্মদিনের পোস্টার লাগাতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার ইঞ্জিনিয়ার নোমানের কর্মী
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনইঞ্জিনিয়ার আবু নোমানকে ভোলা-৩ আসনে নৌকার প্রার্থী দেখতে চায় তৃণমূল আ.লীগের নেতাকর্মীরা

আর্কাইভ