শনিবার, ১৪ অক্টোবর ২০২৩

তজুমদ্দিনে জেলেদের মাঝে বিজিএফের চাল বিতরণ

প্রথম পাতা » তজুমদ্দিন » তজুমদ্দিনে জেলেদের মাঝে বিজিএফের চাল বিতরণ
শনিবার, ১৪ অক্টোবর ২০২৩



তজুমদ্দিন প্রতিনিধি।।ভোলাবাণী।।

ভোলার তজুমদ্দিনের মেঘনায় মা ইলিশের প্রজনন মৌসুমে ২২ দিন মাছ ধরা বন্ধ থাকায় উপজেলার ১৭ হাজার ৫০০ জেলে পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ উদ্বোধন করা হয়েছে।

 

তজুমদ্দিনে জেলেদের মাঝে বিজিএফের চাল বিতরণ

শনিবার (১৪ অক্টোবর) চাঁদপুর ইউনিয়ন পরিষদে ভিজিএফ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথ।

চাঁদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল্লাহ কিরণের সভাপতিত্ব অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুল হক দেওয়ান, উপজেলা মৎস্য অফিসার আমির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ, সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান মেহেদী হাসান মিশু, মলংচড়া চেয়ারম্যান নুরনবী শিকদার বাবুল, ইউপি সদস্য তৈয়বুর রহমানসহ অন্যান্য সদস্যবৃন্দ।১২ অক্টোবর থেকে ২ নভেম্বর মোট ২২ দিন সকল প্রকার মাছ ধরা বন্ধ থাকায় নিবন্ধিত জেলেদের জন্য জনপ্রতি ২৫ কেজি করে ভিজিএফ চাল বরাদ্দ দিয়েছে সরকার।  তজুমদ্দিনে নিবন্ধিত ১৭ হাজার ৫ শত জেলের জন্য বরাদ্দ আসে ৪শত ৩৭ দশমিক ৫ মেঃ টন চাল।

বাংলাদেশ সময়: ১৭:৩৬:০০   ৭১ বার পঠিত  |