মোঃমনছুর আলম।।ভোলাবাণী।।
ভোলা জেলার মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা রবিবার সকাল ১১ টার দিকে ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঊনসত্তরের গনঅভ্যুত্থানের মহানায়ক, মাননীয় সংসদ সদস্য, তোফায়েল আহমেদ, এমপি,(ভোলা-১) সভায় তোফায়েল আহমেদ।
তোফায়েল আহমেদ বলেন ভোলার মানুষ যাতে শান্তিতে থাকতে পারে সেদিকে প্রশাসনের নজর দেয়ার জনরুরী।দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য সরকার কাজ করছে এজন্য দ্রব্য মূল্য নিয়ন্ত্রণের জন্য প্রশাসনকে ঠিক মতো বাজার মনিটরিং করতে হবে এবং ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থাকবে দালাল মুক্ত করতে হবে। প্রয়োজনে মোবাইল কোর্ট এর মাধ্যমে দালাল নিয়ন্ত্রণ করতে হবে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আরিফুজ্জামান।
সভায় আরো উপস্থিত ছিলেন আল-ফারুক মাহমুদ হোসাইন, ক্যাপ্টেন, বি এন, জোনাল কমান্ডার, দক্ষিণ জোন, কোস্ট গার্ড, মো: মাহিদুজ্জামান, বিপিএম, পুলিশ সুপার, ডা. কে এম শফিকুজ্জামান, সিভিল সার্জন, মো: আলমগীর হোসাইন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ভোলা, অনান্য অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ।
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন বিপ্লবসহ জেলার বিভিন্ন উপজেলার চেয়ারম্যানবৃন্দ, আইন শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বাংলাদেশ সময়: ১৮:৩২:৩৯ ১২৯ বার পঠিত | আইনশৃঙ্খলা কমিটিতোফায়েল আহমেদভোলা