ভোলাবাণী।। লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে পুকুরে ডুবে তামীম নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বদরপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড চর কচ্ছপিয়া গ্রামের আবাসনে এ ঘটনা ঘটে। তামীম ওই আবাসনের মো. মোতাহারের ছেলে।
তামীমের চাচি শাফিয়া বেগম জানান, সকালে তামীমের বাবা তাবলীগ জামাতে গিয়েছেন। দুপুরে খাবার খেয়ে শিশু তামীম কে নিয়ে ঘরেই ঘুমিয়ে ছিলেন মা রাবেয়া বেগম। এদিকে তামীম সজাগ হয়ে ঘরের দরজা খোলা পেয়ে বাইরে চলে আসে এবং ঘরের পাশের পুকুরে পড়ে যায়।
তামীমের চাচি আরও বলেন, ঘুম থেকে উঠে ছেলে কে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তামিমের মা। পরে তাকে ঘরের পাশের পুকুরে ভাসতে দেখে পুকুর থেকেই উদ্ধার করেই জ্ঞান হারান তিনি। পরে স্থানীয়রা তামীমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২০:৪৮:২৫ ১১৯ বার পঠিত | পানিতে ডুবেলালমোহনশিশুর মৃত্যু