স্টাফ রিপোর্টার।।ভোলাবাণী।।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে তাকে রেঞ্জ ডিআইজি শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
বুধবার (২৩ আগষ্ট) বরিশাল রেঞ্জ কার্যালয় সম্মেলন কক্ষে রেঞ্জ ডিআইজি জামিল হোসেনের সভাপতিত্বে জুলাই ২০২৩ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাকে এ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এছাড়াও জেলার সদর উপজেলার ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলাম মোস্তফাকে জুলাই মাসের শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার ও ভোলা সদর মডেল থানায় কর্মরত পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাজির হোসেনকে রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী হিসাবে নির্বাচিত করা হয়।
এসময় বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ফারুক উল হক এবং ভোলা জেলা পুলিশ সুপার মাহিদুজ্জামানসহ রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির জানান, বরিশাল রেঞ্জের ডিআইজি মহোদয় আমাকে যোগ্য মনে করে এই স্বীকৃতি দিয়েছেন। আমি ২৪ ঘণ্টার প্রতিটা সময় ভোলাবাসীর যে কোনো সুবিধা অসুবিধায় পাশে ছিলাম এবং আগামীতেও থাকব। আমাকে যে কোনো অসুবিধার কথা জানালে সঙ্গে সঙ্গে ভোলাবাসীর সেই অসুবিধা লাঘব করার আপ্রাণ চেষ্টা করব।
তার এই স্বীকৃতি লাভকে ভোলাবাসীর সম্মান ও মর্যাদা আরও সুদৃঢ় হয়েছে বলে মনে করেন ভোলার সুধীজনেরা।
বাংলাদেশ সময়: ১৬:৪৮:৩৬ ৯৩ বার পঠিত |