চরফ্যাশনে জেলে চাল পাচ্ছেন ব্যবসায়ী শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন চরমাদ্রাজ ইউপি চেয়ারম্যান মো.আব্দুল হাই। তিনি জানিয়েছেন ,প্রকাশিত সংবাদে সমুদ্রে মৎস্য আহরণকারী জেলেদের নামে বরাদ্দকৃত বিশেষ ভিজিএফ’র চাল জেলে নয় এমন ব্যক্তি ও ব্যবসায়ীদেরকে দেয়া হয়েছে, চাল ওজনে কম দেয়া হয়েছে এবং সুবিধা ভোগী জেলেদের কাছ থেকে এক হাজার টাকা করে নেয়ার যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা। তার প্রতিপক্ষরা সাংবাদিকদেরকে মিথ্যা তথ্য দিয়ে সংবাদটি প্রকাশ করিয়েছেন। তিনি উক্ত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন।
প্রতিবেদকের বক্তব্যঃ সুবিধা ভোগীদের চাল ডিজিটাল মিটারে ওজন যাছাই করে এবং অভিযোগকারীদের অভিযোগের বিষয়ে চেয়ারম্যান, ট্যাগ অফিসার,সচিবের সঙ্গে কথা বলে তাদের বক্তব্যসহ সংবাদটি প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১:১৩:৪৩ ৮৫ বার পঠিত |