রবিবার, ৩০ জুলাই ২০২৩

ফেনীতে প্রথমবারের মতো নারীদের জন্য বাস সার্ভিস চালু

প্রথম পাতা » চট্টগ্রাম » ফেনীতে প্রথমবারের মতো নারীদের জন্য বাস সার্ভিস চালু
রবিবার, ৩০ জুলাই ২০২৩



ভোলাবাণী ডেক্স।। ফেনীতে প্রথমবারের মতো নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু করা হয়েছে।
রোববার (৩০ জুলাই) পৌরসভা প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।

ফেনীতে  প্রথমবারের মতো  নারীদের জন্য বাস সার্ভিস চালু

উদ্যোগের প্রশংসা করে বক্তব্যে নিজাম হাজারী বলেন, দেশে প্রথমবারের মতো পৌরসভা পর্যায়ে মহিলা বাস সার্ভিস চালু হয়েছে। এ উদ্যোগের ফলে নারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের যেভাবে বিভিন্ন জায়গায় অধিষ্ঠিত করছেন, নারীর ক্ষমতায়নে কাজ করছেন, সে কথা মাথায় রেখেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।তিনি বলেন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের সারথি হতে চাই। আগামী জাতীয় নির্বাচনে কলেজপড়ুয়া নতুন ভোটাররা নৌকা প্রতীকে ভোট দেবে। এ সরকার ক্ষমতায় থাকলে দেশের মানুষ শান্তিতে থাকবে। বিএনপি ক্ষমতায় এলে রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাস প্রতিষ্ঠা করবে।

পৌরসভা সূত্র জানায়, শুধু নারীদের জন্য চালু হওয়া তিনটি বাস প্রাথমিকভাবে ফেনী শহরের মহিপাল থেকে কলেজ রোড, লালপোল থেকে জেলাপ্রশাসক কার্যালয় পর্যন্ত যাত্রী পরিবহন করবে। বাসের চালক পুরুষ হলেও সুপারভাইজার থাকছেন নারী।

বাংলাদেশ সময়: ২১:৫২:৫৬   ১৪৮ বার পঠিত  |