ভোলায় উৎসবমুখর পরিবেশে বাজুসের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় উৎসবমুখর পরিবেশে বাজুসের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
সোমবার, ১৭ জুলাই ২০২৩



ভোলা বাণী।। ভোলায় উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জুলেলারি এসোসিয়েশন (বাজুস) এর ৫৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

ভোলায় উৎসবমুখর পরিবেশে বাজুসের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সোমবার (১৭ জুলাই) রাতে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে নানা কর্মসূচীর মধ্যদিয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। বাজুস জেলা শিখা এ প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করে।এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য ‘সোনায় বিনিয়োগ ভবিষ্যতের সঞ্চয়’।
এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, জেলা বাজুস সভাপতি জাহিদুর রহমান। আরও উপস্থিত ছিলেন, উপদেস্টা দীপক কুমার রায়, সহ সভাপতি গোপীনাথ পোদ্দার, সাধারন সম্পাদক অবিনাশ নন্দী, সহ সম্পাদক খোকন দাস প্রমুখ।
আলোচনা সভা শেষে কেকে কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
এ সময় বক্তারা বলেন, বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর এর নেতৃত্বে জুয়েলারি শিল্পকে আমরা বিশ্বের দরবারে মর্যাদাশালী শিল্পে পরিনত করবো এবং এ শিল্পে যে নতুন দিগন্ত উম্মেচিত হয়েছে তার আরও শ্রীবৃদ্ধি করবো।
বক্তারা আরও বলেন, সারাদেশে স্বর্ণ ব্যবসায়ীরা এখন নতুন করে জেগে উঠেছে। সারাদেশে বাজুস একটি মডেল ব্যবসায়িক সংগঠনে পরিণত হয়েছে। এ ধারা অব্যাহত থাকবে। ভবিষ্যতে এ সংগঠন আরও শক্তিশালি হবে বলে আমরা মনে করছি।
এরআগে সকালে চরফ্যাশন উপজেলা বাজুস কমিটি আয়োজনে একটি বর্নাঢ্যা শোভাযাত্রা বের হয়। র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে চরফ্যাশন বাজার কমিটির সভাপতি মনির উদ্দিন চাষী, জুয়েলারি সমিতির সভাপতি জগন্নাথ স্বর্নকার, সাধারন সম্পাদক দীপাংকর কর্মকার প্রমুখ। এতে উপজেলার ২১ ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে সদস্যরা অংশগ্রহন করে।
এদিকে বোরহানউদ্দিনে র্যালি, আলোচনা সভা
কেককাটা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি সভাপতি বিল্টু চন্দ্র দাস ও সম্পাদক নুরে আলমের নেতৃত্বে ১৭০ জন সদস্য এতে অংশগ্রহন করে।
পরে উপজেলার একটি চাইনিস রেস্টুরেন্টে বাজুসের ৫৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কাটার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মিয়া।কেককাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে প্রতিষ্ঠা বারচষিকী উদযাপিত হয়েছে, লালমোহন, দৌলতখান ও তজুমদ্দিন উপজেলাতেও।

বাংলাদেশ সময়: ২১:৫৬:৪১   ৯২ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


শান্তি ও উন্নয়ন সমাবেশে মানুষের ঢল বোরহানউদ্দিনে এমপি মুকুলকে সংবর্ধনা
চতুর্থ বারের মত বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ায়লালমোহনে নুরুন্নবী চেীধুরী শাওনকে নাগরিক সংবর্ধনা
বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় বিশ্ব : ইইউ
দ্বাদশ সংসদ নির্বাচনছোট ছোট দল নিয়ে জমে উঠছে নির্বাচন
বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্ট সিরিজউইলিয়ামসনের সেঞ্চুরির পরও নড়বড়ে নিউজিল্যান্ড
মনপুরায় বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ভোলায় অবরোধের সমর্থনে বিএনপির মশাল মিছিল।
ভোলায় জেলা বিএনপির মশাল মিছিল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী চূড়ান্ত করতে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা বৃহস্পতিবার
লালমোহনে ‘বোমা বানাতে গিয়ে’ বিস্ফোরণে নিহত ১

আর্কাইভ