উত্তর কোরিয়ার প্রতি আরো কঠোর হলো যুক্তরাষ্ট্র

প্রথম পাতা » প্রধান সংবাদ » উত্তর কোরিয়ার প্রতি আরো কঠোর হলো যুক্তরাষ্ট্র
বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০১৭



---ভোলাবাণী: উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্র কর্মসূচী থেকে বিরত রাখতে দেশটির ওপর অর্থনৈতিক অবরোধ আরো কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে সিনেটের একশো সদস্যকে এমনটাই জানিয়েছে ট্রাম্প প্রশাসন।

বিবৃতিতে বলা হয়, নতুন পরিকল্পনার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে, চীনকে উত্তর কোরিয়ার ওপর চাপ প্রয়োগে যুক্ত রাখা। উত্তর কোরিয়ার ওপর অর্থনৈতিক অবরোধ এবং কূটনৈতিক তৎপরতা বাড়িয়ে দেশটিকে ক্ষেপণাস্ত্র এবং পরমাণু অস্ত্র কর্মসূচী পরিত্যাগে বাধ্য করানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে এক শুনানিতে কোরিয়ায় মার্কিন বাহিনীর কমান্ডার অ্যাডমিরাল হ্যারি হ্যারিস জুনিয়র বলেন, উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরিতে অগ্রগতি অর্জন করেছে। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনকে উৎখাত করা যুক্তরাষ্ট্রের লক্ষ্য নয়, বরং তার সুবুদ্ধির উদ্রেক করাই আমাদের উদ্দেশ্য।

সেই সঙ্গে তিনি পিয়ংইয়ং এর ঘনিষ্ঠ মিত্র চীনকে নিজের দায়িত্বপালনের কথা স্মরণ করিয়ে দেন। সিনেট সদস্যদের সামনে দেশটির পররাষ্ট্র এবং প্রতিরক্ষামন্ত্রীর উপস্থাপন করা পরিকল্পনায় বলা হয়, যুক্তরাষ্ট্র আলোচনার জন্য উন্মুক্ত থাকবে। কিন্তু নিজেকে এবং মিত্র দেশগুলোকে রক্ষার জন্য যথেষ্ট প্রস্তুতি আছে দেশটির। অপরদিকে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াতে হামলার পরিকল্পনা করলে, দেশটি আগাম পারমাণবিক হামলা চালাবে এমন কথা জানান পিয়ংইয়ংয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। এরপর থেকে দুই দেশই কার্যত নিজেদের শক্তি প্রদর্শন করে যাচ্ছে।

গত কিছুদিন ধরেই, কোরীয় উপদ্বীপ ঘিরে উত্তেজনা বেড়ে চলেছে। এরইমধ্যে ক্ষেপণাস্ত্রবাহী একটি মার্কিন সাবমেরিন দক্ষিণ কোরিয়ায় এসে পৌঁছেছে। এখন যুক্তরাষ্ট্রের আশংকা, উত্তর কোরিয়া নতুন করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাবে।

বাংলাদেশ সময়: ১০:৪০:৩৫   ১৬৩ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে

আর্কাইভ