শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩

শশীভূশনে আলোচিত মসজিদের ঈমাম হত‍্যা মামলার মূল আসামী গ্রেফতার।।

প্রথম পাতা » প্রধান সংবাদ » শশীভূশনে আলোচিত মসজিদের ঈমাম হত‍্যা মামলার মূল আসামী গ্রেফতার।।
শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩



নিজস্ব প্রতিনিধি।। ভোলাবাণী।। ভোলার চরফ‍্যাশন উপজেলার শশীভূষন থানার এওয়াজপুর ইউপি পরিষদ সংলগ্ন মসজিদের ঈমাম
---মাওলানা নুরুল ইসলাম (৩৫) হত‍্যা মামলার মূল আসামী আবু তাহের মাঝি(৫১) ও তার স্ত্রী কুলছুম বেগম (৪২) কে আটক করেছে শশীভূষন থানা পুলিশ।
২৪ ফেব্রুয়ারি শুক্রবার র‍্যাবের সহায়তায় শশীভূষন থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই দীপঙ্কর ও সঙ্গীয় ফোর্স সহ ঢাকার যাত্রাবাড়ী থানার ১ নং গদি থেকে সকাল দশটায় আসামীদেরকে গ্রেফতার করে শশীভূষন থানা হেফাজতে নিয়ে আসেন।
শনিবার ২৫ শে ফেব্রুয়ারি আসামী দের কে আদালতে সোপর্দ করলে আদালত তাদেরকে জেলহাজতে প্রেরন করেন।
উল্লেখ গত ১৪ই অক্টোবর ২০২২ শুক্রবার সকাল ৮টায় নিহত নুরুলইসলাম ও আবু তাহের মাঝি গঙ্গদের বিরুদ্ধে অপর ব্যাক্তির দেওয়া মামলা নিষ্পত্তির খরচের টাকার বিষয়ে কথা কাটাকাটির একপর্যায়ে নিহতের চাচা আবু তাহের মাঝি গংরা তাকে ও তার স্ত্রী মরিয়ম বেগম কে কুপিয়ে গুরুতর আহত করলে মাওলানা নুরুল ইসলামের অবস্থা আশংকাজনক হওয়ায় ঘটনার দিন বিকাল ৫ টায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত‍্যু হয়।
--- এতে নিহতের স্ত্রী বাদী হয়ে শশীভূষন থানায় একটি হত‍্যা মামলা দায়ের করেন। যার নং ০৬/২২
এর পরিপ্রেক্ষিতেই পুলিশ প্রথমে মামলার আসামী আ: মালেক কে গ্রেফতার করেন।
মূল আসামী আবু তাহের মাঝি ও তার স্ত্রী কুলছুম বেগম দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে তাদেরকে র‍্যাবের সহায়তায় ঢাকা থেকে গ্রেফতার করা হয়।
ফলে এলাকাবাসী তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

বাংলাদেশ সময়: ২১:৪৯:০৮   ১০৮ বার পঠিত  |