শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩

দুলারহাটে বৈদ্যুতিক শক দিয়ে মাছ ধরতে গিয়ে প্রাণ গেল যুবকের

প্রথম পাতা » দুলার হাট » দুলারহাটে বৈদ্যুতিক শক দিয়ে মাছ ধরতে গিয়ে প্রাণ গেল যুবকের
শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩



ভোলাবাণী।। দুলারহাট প্রতিনিধি।।ভোলার চরফ্যাসন উপজেলার দুলারহাটে পুকুরে বৈদ্যুতিক শক দিয়ে মাছ ধরতে গিয়ে মোঃ মোস্তফা কামাল (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বৈদ্যুতিক শক দিয়ে মাছ ধরতে গিয়ে প্রাণ গেল যুবকের মৃত্যুরোববার (৪ ফেব্রুয়ারী) উপজেলার দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ডে তার শশুর বাড়ীতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মোস্তফা কামাল কিশোরগঞ্জ জেলার বাসিন্দা মোঃ সিরাজ মিয়ার ছেলে। এঘটনায় কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেছে দুলারহাট থানা পুলিশ।

দুলারহাট থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মুসা জানান, মোস্তফা কামাল নুরাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা আনছারুল হকের মেয়েকে বিয়ে করে শশুর বাড়ীতে ৫ বছর পর্যন্ত স্থায়ীভাবে বসবাস করেন। তাদের দাম্পত্য জীবনে দুই কন্যা সন্তান জন্ম গ্রহন করে। রোববার সকাল ৯টার দিকে শশুর ঘরের বৈদ্যুতিক লাইন থেকে বৈদ্যুতিক পাখার জালির সাথে তারের মাধ্যমে সংযোগ দিয়ে মাছ ধরছিল। এসময় একটি কুঁইচা মাছ বৈদ্যুতিক পাখার জালির সাথে আটকে পড়ে। কুঁইচা মাছটি ছাড়ানোর সময় তাকে বিদ্যুৎ স্পর্শ করলে গুরুত্বর আহত হয়। পরে তার শশুর বাড়ীর লোকজন চরফ্যাসন হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করে।

দুলারহাট থানার ওসি আনোয়ারুল হক জানান, কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে

বাংলাদেশ সময়: ১৯:১৮:৪১   ১৬৭ বার পঠিত  |