বিপিএল ২০২৩বরিশালকে হারিয়ে পাঁচে ঢাকা

প্রথম পাতা » খেলাধূলা » বিপিএল ২০২৩বরিশালকে হারিয়ে পাঁচে ঢাকা
মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩



ভোলাবাণী স্পোর্টস ডেক্স।। আজ সিলেটে আগে ব্যাটিংয়ে নেমে এনামুল হক বিজয়ের ইনিংসে ভর করে ৮ উইকেটে ১৫৬ রান তোলে ফরচুন বরিশাল। জবাবে মোহাম্মদ মিঠুনের ফিফটিতে ৭ বল হাতে রেখে জয় তুলে নেয় ঢাকা।

বরিশালকে হারিয়ে পাঁচে ঢাকা

স্বল্প রানের টার্গেট নিয়ে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে ঢাকা ডমিনেটর্স। ওপেনিং জুটিতে ৭৪ রান তোলে দলটি। ২২ বলে ৪ চার ও ২ ছক্কায় ৩৭ রান করেন সৌম্য সরকার। ৩৬ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৫৪ রান করেন আরেক ওপেনার মোহাম্মদ মিঠুন। তিনে নামা আব্দুল্লাহ আল মামুনের সংগ্রহ ২৬ রান।
অ্যালেক্স ব্লেইক ১৫ রান করেন। অধিনায়ক নাসির হোসেন ২০ রানের অপরাজিত ইনিংস খেলে জয় নিয়েই মাঠ ছাড়েন।

এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে ৪২ রান তোলে বরিশাল। ১৯ বলে ১৫ রান করে প্রথম উইকেট হিসেবে সাজঘরে ফেরেন সাইফ হাসান। এরপর দ্রুতই আরও দুই উইকেট হারায় বরিশাল। দলীয় সংগ্রহে মাত্র ১২ রান করতে সাজঘরে ফেরেন অধিনায়ক সাকিব আল হাসান (৫) এবং ইবরাহিম জাদরান (২)। ওপেনিংয়ে নেমে পঞ্চম উইকেট পর্যন্ত টিকে ছিলেন এনামুল হক। ৩৫ বলে ৫ চার ও ১ ছক্কায় ৪২ রান করেন তিনি। যা বরিশালের ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। এছাড়া ২৭ বলে ৪ চার ও ২ ছক্কায় ৩৯ রান করেন মাহমুদুল্লাহ রিয়াদ। সালমান হোসেন ১৪ এবং কারিম জানাত ১৭* রান করেন। বাকিদের কেউ ছুঁতে পারেনি দুই অঙ্কের কোঠা। ঢাকা ডমিনেটর্সের আমির হামজা ৪ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট নেন।

বাংলাদেশ সময়: ১৭:৩৮:১৭   ৮৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধূলা’র আরও খবর


আইপিএলে চতুর্থ দ্রুততম সেঞ্চুরিয়ান ট্রাভিস হেড
ভোলায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজতামিম-রিশাদ ঝড়ে টাইগারদের সিরিজ জয়
শান্তর সেঞ্চুরি ও মুশফিকের ব্যাটিং নৈপুর্নে সিরিজে এগিয়ে বাংলাদেশ
ভোলায় ক্ষুদে ফুটবলারদের সংবর্ধনা
মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে উদ্যোগে বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত ॥
বাংলাদেশ-শ্রীলংকা টি টুয়েন্টিছয় মেরে জয় এনে দিলেন শান্ত
মাহমুদউল্লাহ ও জাকেরের ঝড়ো ব্যাটিংয়েও জিততে পারলো না বাংলাদেশ
ভোলা সরকারি কলেজে আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতা বাচাই অনুষ্ঠিত
মেসির সঙ্গে খেলতে চান নেইমার

আর্কাইভ