বিপিএ-২০২৩ঢাকাকে হারিয়ে উড়ছে বরিশাল

প্রথম পাতা » প্রধান সংবাদ » বিপিএ-২০২৩ঢাকাকে হারিয়ে উড়ছে বরিশাল
শনিবার, ২১ জানুয়ারী ২০২৩



ভোলাবাণী স্পোর্টস ডেস্ক।।বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুরন্ত ছন্দে রয়েছে ফরচুন বরিশাল। শুক্রবার চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে ঢাকা ডমিনেটর্সকে ১৩ রানে হারিয়েছে সাকিব বিগ্রেড। ছয় ম্যাচে পাঁচ জয়ে ১০ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে বরিশাল। সমান ১০ পয়েন্ট নিয়েও নেট রানে এগিয়ে থাকায় শীর্ষে সিলেট স্ট্রাইকার্স। অন্যদিকে ছয় ম্যাচে পাঁচ হার ও এক জয়ে তলানিতে নাসিরের ঢাকা।

ঢাকাকে হারিয়ে বরিশালের টানা পঞ্চম জয়।ছবি : সংগৃহীত

আগে ব্যাট করতে নেমে ইফতিখার ও মাহমুদউল্লাহর ব্যাটে ৫ উইকেটে ১৭৩ রান করে বরিশাল। জবাবে ঢাকার ইনিংস শেষ হয় বিশ ওভারে ৪ উইকেটে ১৬০ রানে। ঝোড়ো ইনিংস খেলার সুবাদে ম্যাচ সেরার পুরস্কার জেতেন বরিশালের পাক ব্যাটার ইফতিখার আহমেদ।
জয়ের লক্ষ্যে খেলতে নামা ঢাকার শুরুটা ছিল ভালো। কিন্তু পরে সেই তুলনায় আসেনি কাঙ্ক্ষিত রান। অধিনায়ক নাসির হোসেন সর্বোচ্চ ৫৪ রানে থাকেন অপরাজিত। ৩৬ বলের ইনিংসে তিনি হাঁকান তিনটি চার ও দুটি ছক্কা। ৩৮ বলে ৪৭ রান করেন মোহাম্মদ মিঠুন। ওপেনার ওসমান ঘানি ৩০, সৌম্য সরকার ১৬ রান করেন।

এর আগে ব্যাট করতে নেমে বরিশালের হয়ে টপ অর্ডার তেমন সুবিধা করতে পারেনি। ব্যাট হাতে ঝড় তোলেন মিডল অর্ডারের ইফতিখার ও মাহমুদউল্লাহ। আগের ম্যাচে সেঞ্চুরি করা ইফতিখার ৩৪ বলে ৫৬ রানের ইনিংস খেলে থাকেন অপরাজিত। পাঁচ-চারের পাশাপাশি তিনি হাঁকান দুটি ছক্কা। ৩১ বলে দুই চার ও এক ছক্কায় ৩৫ রানে নট আউট মাহমুদউল্লাহ।

১৭ বলে চারটি চার ও এক ছক্কায় ৩০ রান করে মুক্তারের বলে বোল্ড হন বরিশাল অধিনায়ক সাকিব আল হাসান। মিরাজ ১৭, সাইফ ও চতুরাঙ্গা করেন সমান ১০ রান। বল হাতে ঢাকার হয়ে নাসির হোসেন নেন দুটি উইকেট।

বাংলাদেশ সময়: ১১:৪৩:২২   ১৫২ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ভোলায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় করেন নৌবাহিনীর প্রধান
বুর্জ আজিজি হতে যাচ্ছে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ টাওয়ার
নিরক্ষরতা দূর করে সুশিক্ষার মাধ্যমে আদর্শ জাতি গঠনে সবাইকে প্রচেষ্টা চালাতে হবে: জেলা প্রশাসক
মনপুরার মেঘনা নদীতে অজ্ঞাত অর্ধগলিত মরদেহ উদ্ধার
ভোলায় চাঁদা দাবির অভিযোগে যুবক গ্রেপ্তার
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ভারতের সঙ্গে সম্পর্ক হবে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে
সভাপতি কামরুজ্জামান শাহিন সম্পাদক সোহেল শশীভূষণ প্রেসক্লাব কমিটি গঠন
ভোলার চরসামাইয়া ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল হাই দল থেকে বহিষ্কার
সাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
পুরোনো সিলেবাসে ছাপানো হবে ৯ম-১০ম শ্রেণির বই

আর্কাইভ