বুধবার, ১৬ নভেম্বর ২০২২

আমিনাবাদ ইউপি নির্বাচন ২০২২ ৭নং ওয়ার্ডের ভোটারদের সঙ্গে সম্ভাব্য মেম্বার প্রার্থী আরজুর মতবিনিময়

প্রথম পাতা » চরফ্যাশন » আমিনাবাদ ইউপি নির্বাচন ২০২২ ৭নং ওয়ার্ডের ভোটারদের সঙ্গে সম্ভাব্য মেম্বার প্রার্থী আরজুর মতবিনিময়
বুধবার, ১৬ নভেম্বর ২০২২



---চরফ্যাশন অফিস ॥
আমিনাবাদ ৭নং ওয়াডের সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী সাইফুল ইসলাম আরজুর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রার্থীর নিজ বাড়ি, নুরুল ইসলাম মিলেটারী বাড়ির উঠানে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায়  এলাকার নারী এবং পুরুষ ভোটাররা উপস্থিত হয়ে সাইফুল ইসলাম আরজুর প্রতি তাদের পুর্ন সমর্থন জানান। এবং সকলে এক যোগে কাজ করে আগামী ২৯ডিসেম্বরের নির্বাচনে আরজুকে জয়যুক্ত করার ব্যাপারে তাদের প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।
সম্ভাব্য মেম্বার প্রার্থী সাইফুল ইসলাম আরজু পাটোয়ারী তার বক্তব্য নির্বাচন করার ব্যাপারে ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করে বলেন ১৯৯২ সনে এখানে বাড়ি করার এক বছর পর আমার পিতা মারা যান। তার পর থেকে আপনাদের ভালোবাসায় আমরা এখানে বসবাস করছি। আমার পিতার মৃত্যুর পর আর্থিক সংকটের কারণে আমাদেরকে খুব কষ্টের মধ্যে দিন কাটাতে হয়েছে। এজন্য আমি অভাবী মানুষের দুঃখ বুঝি। আমাকে যদি মেম্বার পদে নির্বাচিত করেন তাহলে আমি সুখে দুঃখে আপনাদের পাশে থাকবে।া
মো.আমজাদ হোসেন আঞ্জু সিকদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় আমিনাবাদ ইউনিয়ন আওয়ামী ওলামা লীগ’র সভাপতি ও আলিয়া চৌমহনী মন্নানিয়া জামে মসজিদের খতিব মাওলানা মো. জয়নাল আবেদীন প্রধান অতিথির বক্তব্য রাখেন । আরো বক্তব্য রাখেন আমিনাবাদ ৭নং ওয়াডের বাসিন্দা মালদ্বীপ আওয়ামী যুব লীগের আহবায়ক মো.সেলিম ফরাজী, স্থানীয় ব্যবসায়ী মো.সইজ উদ্দিন ফরাজী, মো.মহিউদ্দিন ফরাজী, সাইফুল ইসলাম ও জোবায়ের ডাক্তার প্রমুখ। আমিনাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের  প্রবীন নেতা মো.আব্দুল হক সিকদার,মো.আবুল কালাম মাতাব্বর, মো. আবুল হোসেন রাড়ি, নুরুল ইসলাম কুটিয়াল, মো, ইসমাইল হোসেন মাতাব্বর, মো.হারুন অর রশিদ মাতাব্বর, মো. হারুন মোল্লা, মো. আব্দুল গনি হাজি প্রমুখ ব্যক্তিরা এসভায় উপস্থিত ছিলেন । মতবিনিময় সভায় ৭নং ওয়ার্ডের বিপুল সংখ্যক নারী ও পুরুষ ভোটার উপস্থিত ছিলেন। সভা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন আলিয়া চৌমহনী মন্নানিয়া জামে মসজিদের খতিব মাওলানা মো. জয়নাল আবেদীন

বাংলাদেশ সময়: ২:১৬:২১   ৮৫ বার পঠিত  |