মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২

কাতার বিশ্বকাপ ২০২২রোনালদোর মনোযোগ এখন শুধুই বিশ্বকাপে

প্রথম পাতা » খেলাধূলা » কাতার বিশ্বকাপ ২০২২রোনালদোর মনোযোগ এখন শুধুই বিশ্বকাপে
মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২



ভোলাবাণী স্পোর্টস ডেক্স।। বিশ্বকাপ ফুটবলে পর্তুগালের সর্বোচ্চ সাফল্য তৃতীয় স্থান। সেটাও আজ থেকে ৫৬ বছর আগে। ইউসেবিওর কাঁধে চড়ে ১৯৬৬ বিশ্বকাপে সেমিতে উঠলেও ফাইনাল থেকেছে অস্পর্শ।

জাতীয় দলের অনুশীলনে ক্রিশ্চিয়ানো রোনালদোছবি : সংগৃহীত

এরপর স্মরণকালে সর্বোচ্চ সাফল্য ২০০৬ বিশ্বকাপে চতুর্থ স্থান। গত রাশিয়া বিশ্বকাপে পর্তুগিজরা বিদায় নেয় শেষ ষোলো থেকে। কাতার বিশ্বকাপে কেমন করবে পর্তুগাল? দলের মূল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে ভক্তদের উন্মাদনা বেশ।ইতোমধ্যে কাতার পৌঁছেছে পর্তুগাল টিম। দলের সঙ্গে আছেন সিআরসেভেন। যদিও ক্লাব ম্যানচেস্টার নিয়ে মানসিকভাবে খুব একটা শান্তিতে নেই তিনি। আর এটি পরিষ্কার করতেই রোনালদো জানিয়েছেন, তার মনোযোগ এখন শুধুই বিশ্বকাপে।

কাতার যাওয়ার আগে নিজ ক্লাব ম্যানইউর কোচ এরিক টেন হাগ সম্পর্কে যা বলে গেছেন, তা নিয়ে জরিমানার শিকারও হতে পারেন রোনালদো। বলেছেন, ম্যানইউর কোচের প্রতি তার কোনো শ্রদ্ধাবোধ নেই।

এমন পরিস্থিতিতে কিছুটা বিচলিত থাকাটাই স্বাভাবিক রোনালদোর জন্য। তবে পর্তুগিজ উইঙ্গার ইনস্টাগ্রামে সাফ জানিয়ে দিয়েছেন, ‘পুরো মনোযোগ এখন জাতীয় দলের কাজে। একটি লক্ষ্য অর্জনে আমরা ঐক্যবদ্ধ। পর্তুগালের মানুষের স্বপ্নটা আমরা অনুধাবন করতে পারছি।’

আগামী ২০ নভেম্বর পর্দা উঠবে বিশ্বকাপ ফুটবলের। এইচ গ্রুপে থাকা পর্তুগাল ২৪ নভেম্বর ঘানার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করবে বিশ্বকাপ মিশন।

বাংলাদেশ সময়: ২১:১৩:০৮   ৭০ বার পঠিত  |