সোমবার, ৭ নভেম্বর ২০২২

চরফ্যাশনে দুই ইউপিতে ৮ চেয়ারম্যানসহ ১১৪ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশনে দুই ইউপিতে ৮ চেয়ারম্যানসহ ১১৪ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
সোমবার, ৭ নভেম্বর ২০২২



---

মিজান নয়ন ও বেলাল মাহমুদ।।ভোলাবাণী।।চরফ্যাশন অফিস ॥
গতকাল রবিবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন বিকেল ৩টা পর্যন্ত চরফ্যাশনের ওমরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদে ৫জন,সাধারণ সদস্য পদে ৩৭জন ও সংরক্ষিত সদস্য পদে ১২জন প্রার্থী এবং আছলামপুর ইউনিয়ন চেয়ারম্যান পদে ৩জন,সাধারণ সদস্য পদে ৪৫জন  এবং সংরক্ষিত সদস্য পদে ১২ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। উপজেলা নির্বাচন অফিসার মো. রফিকুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।

আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিত হয়ে ওমরপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বর্তমান চেয়ারম্যান এ,কে,এম সিরাজুল ইসলাম,

আছলামপুর ইউনিয়নে আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আবুল কাশেম মিলিটারী।

উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানাগেছে, চেয়ারম্যান পদে ওমরপুর ইউনিয়নে আওয়ামীলীগ  মনোনিত মো.রিয়াজুল ইসলাম (নৌকা), ইসলামী শাসন তন্ত্র আন্দোলনের গোলাম মোর্শেদ(হাতপাখা),এপদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মো.জাফর উল্ল্যাহ খান ও  মো. পারভেজ। এছাড়াও আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বর্তমান চেয়ারম্যান এ,কে,এম সিরাজুল ইসলাম। আছলামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন  আওয়ামীলীগ মনোনীত মো. নুরে আলম মাস্টার ও ইসলামী আন্দোলনের মো. সাইফুল ইসলাম। এছাড়াও আওয়ামীলীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আবুল কাশেম মিলিটারী।
দলীয় মনোনয়ন পেয়ে গতকাল সকালে আছলামপুর ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নুরে আলম মাষ্টার ঢাকা থেকে এসে বেতুয়া লঞ্চ ঘাটে পৌছলে ওই ইউনিয়নের কয়েক হাজার কর্মী সমর্থক তাকে বরণ করে চরফ্যাশন সদরে নিয়ে আসেন। সদরে পৌছে তিনি কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে চরফ্যাশন কলেজ প্রাঙ্গনে শায়িত সাবেক এমপি মরহুম অধ্যক্ষ মিয়া মো. নজরুল ইসলামের কবর জিয়ারত শেষে উপজেলা নির্বাচন অফিসার কার্যালয়ে গিয়ে মনোনয়ন পত্র জমাদেন।
এর কিছু সময় পর নির্বাচন অফিসার কার্যালয়ে গিয়ে মনোনয়ন পত্র জমা দেন সাবেক আছলামপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান একে এম সিরাজুল ইসলাম। মনোনয়ন পত্র জমা দিয়ে তিনি কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে চরফ্যাশন কলেজ প্রাঙ্গনে শায়িত সাবেক এমপি মরহুম অধ্যক্ষ মিয়া মো. নজরুল ইসলামের কবর জিয়ারত করেন।
উল্লেখ’সীমানা জটিলতার মামলায় দীর্ঘ এক যুগ পর রায় পরবর্তী নির্বাচনী তফসিল ঘোষনার পর নির্ধারিত তারিখ থেকে গতকাল রবিবার পর্যন্ত উৎসব মুখর পরিবেশে এসব প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেন

বাংলাদেশ সময়: ১:২২:২০   ৭২ বার পঠিত  |