সোমবার, ২৯ আগস্ট ২০২২

ডিজেল, অকটেন ও পেট্রোলের দাম কমলো

প্রথম পাতা » জাতীয় » ডিজেল, অকটেন ও পেট্রোলের দাম কমলো
সোমবার, ২৯ আগস্ট ২০২২



 ভোলাবাণী ডেক্স রিপোর্ট ঃ

দেশে ডিজেল, অকটেন ও পেট্রোলের দাম লিটারে ৫ টাকা কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ডিজেল, অকটেন ও পেট্রোলের দাম কমলোআজ রাত থেকেই এই মূল্য কার্যকর হবে। এই বিষয়ে কিছুক্ষণের মাঝেই প্রজ্ঞাপন জারি করা হবে। এর আগে, বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে বৃদ্ধি পেয়েছিলো জ্বালানি তেলের দাম। চলতি মাসের ৫ আগস্ট রাত ১০টার দিকে তেলের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

নতুন দাম অনুযায়ী- প্রতি লিটার ডিজেল ৮০ টাকা থেকে ৩৪ টাকা বেড়ে ১১৪ টাকা, কেরোসিন ৩৪ টাকা বেড়ে ১১৪ টাকা, অকটেন ৪৬ টাকা বেড়ে ১৩৫ টাকা এবং পেট্রল ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ টাকা করা হয়েছিলো।

বাংলাদেশ সময়: ১৯:৪১:৩৯   ৭৩ বার পঠিত  |