ঘাটে ভিড়ছে না লঞ্চ, ভোগান্তিতে তজুমদ্দিনের ব্যবসায়ী ও লক্ষাধিক মানুষ।

প্রথম পাতা » এক্সক্লুসিভ » ঘাটে ভিড়ছে না লঞ্চ, ভোগান্তিতে তজুমদ্দিনের ব্যবসায়ী ও লক্ষাধিক মানুষ।
রবিবার, ২৮ আগস্ট ২০২২



মেহেদী হাসান মামুন।।ভোলাবাণী
ভোলার তজুমদ্দিন উপজেলা সদর শশীগঞ্জ সুইজ ঘাটে তিন বছরের অধিক সময় ধরে ভিড়ছে কোনো লঞ্চ। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ওই উপজেলার প্রায় ১লক্ষ মানুষ। ওই ঘাটে লঞ্চ না ভিড়ায় যাত্রীদের পার্শ্ববর্তী উপজেলা লালমোহন ও বোরহানউদ্দিন গিয়ে অনেকটা পথ ঘুরে চরম দুর্ভোগ নিয়ে লঞ্চে উঠতে হচ্ছে। যার ফলে প্রতিনিয়ত যাত্রী ও ব্যবসায়ীসহ এলাকার মানুষকে সীমাহীন কষ্ট উপেক্ষা করে গন্তব্যে যেতে হয়। বারবার শশীগঞ্জ ঘাটে লঞ্চ ঘাট করার জন্য এলাকাবাসী দাবি জানিয়ে এলেও তা বাস্তবায়ন হয়নি তিন বছরেও।

---জানা গেছে, তজুমদ্দিন উপজেলা এক লক্ষ মানুষ এবং সকল ব্যবসায়ীদের মালামাল আনা নেওয়া এবং সরকারি বেসরকারি চাকরিজীবীদের ঢাকা যাতায়াতের সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে এই শশীগঞ্জ ঘাট। তবে এই ঘাটে তিন বছর আগে লঞ্চ ভিড়লে ও, এখন পন্টুন ও সংযোগ সড়ক নির্মাণ হলেও ঘাট করছে না কোনো লঞ্চ । এতে একদিকে যেমন অতিরিক্ত সময় ব্যয় হচ্ছে অন্যদিকে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।

শশীগঞ্জ সুইচ ঘাট ইজারাদার মোঃ সবুজ তালুকদার বলেন, লঞ্চ ঘাটের বিষয়ে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি মহোদয়ের সাথে কথা হয়েছে। খুব শিগগিরই এখানে লঞ্চ ঘাট করানো হবে।

এ ব্যাপারে বিআইডব্লিটি এর সহকারী পরিচালক মোঃ সহিদুল ইসলাম বলেন, এ ঘাটটির ব্যাপারে আমরা অবহিত আছি। এখানে নাব্য সংকট ড্রেজিং করানো জরুরী, শিগগিরই লঞ্চ ঘাট করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ৯:১৫:৫৬   ৪৯ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


হোগলা পাতায় ভাগ্য বদলের সংগ্রাম শত নারী”র
ভোলায় ২দিন ব্যাপী জেলা সাহিত্য মেলার উদ্বোধন
কমে গেল আলুর দামভোলায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মাঠে নামলো উপজেলা প্রশাসন।
নকল পণ্য ঠেকাতে সাইফুলেরে উদ্ভাবন
বাপ্তা ইউনিয়ন পরিষদের উদ্দ্যেগে বিসিএস (প্রশাসন) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত আহসান হাবিবকে সংবর্ধনা
‘স্মার্ট রেলক্রসিং সিস্টেম’ আবিষ্কার করেছেন খুদে বিজ্ঞানী লাবিব
এক ইলিশের দাম সাড়ে ৭ হাজার টাকা
তরুণ সমাজের জন্য নতুন হুমকি ই-সিগারেট
সেন্ট মার্টিন দ্বীপ কিভাবে বাংলাদেশের অংশ হলো
ভোলায় ৫ হাজার ৭৫০পিচ ইয়াবা উদ্ধার,আটক ১

আর্কাইভ