ভোলায় চলছে বিশ্বমানের খেলনা তৈরীর প্রশিক্ষন কর্মশালা

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় চলছে বিশ্বমানের খেলনা তৈরীর প্রশিক্ষন কর্মশালা
মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০১৭



 

---

বিশেষ প্রতিনিধি, ভোলাবাণী:  ভোলা সদর উপজেলার ভেলুমিয়া, বোরহানউদ্দিন উপজেলার উদয়পুর এবং তজুমদ্দিনের চাদপুর ইউনিয়নের জেলে পরিবারের মহিলাদের মাঝে বিকল্প জীবিকায় কার্যক্রম হিসেবে সোমবার সকাল ১০ হতে ৫ টা পর্যন্ত জেলে পল্লীর উঠানে একযোগে ৬ টি প্রশিক্ষন কেন্দ্রে হাতে বুনার খেলনা তৈরি প্রশিক্ষণ এবং হাতে বুনানোর খেলনা পরিচিতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় সভায় প্রধন অতিথি ছিলেন, তজুমদ্দিন উপজেলার ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, বিশেষ অতিথি ছিলেন, ইকোফিশ প্রকল্প কোস্ট ট্রাস্ট এর পিসি খোকন চন্দ্রশীল হাতে বুনানোর রুরাল সেন্টার ম্যানেজার রেজওয়ান কাওসার, তজুমউদ্দিন উপজেলার যুব নেতা গিয়াস পোদ্দার. ডা: আব্বাস, হাতে বুনানোর রুরাল সেন্টার ভোলা দায়িত্বরত কর্মকর্তা রবিউল ইসলাম, ইকোফিশ প্রকল্প, কোস্ট ট্রাস্ট এর টেকনিক্যাল ম্যানেজার সোহেল মাহমুদ, ইকোফিশ প্রকল্পের মাঠ কর্মকর্তা মো:মেহেরাফ হোসেন সার্বিক সহযোগীতায় কোস্ট ট্রাস্ট বোরহানগন্জ শাখা ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান, ইকোফিশ প্রকল্পের মাঠ কর্মকর্তা, মো: বিল্লাল হোসেন,মো:সুমন ইসলাম, সুভাস চন্দ্র দাস,মাহরুমা, তরিকুল ইসলাম প্রমুখ।

ইকোফিশ, কোস্টট্রাস্ট এবং হাতে বুনানোর ভোলার সদর উপজেলার ভোলা ভেলুমিয়া বোরহানউদ্দিন উপজেলার উদয়পুর এবং তজুমউদ্দিনের চাদপুর ইউনিয়নের পিছিয়ে পরা নারীদের মাঝে দুই মাস ব্যাপি হাতে বুনানোর হস্তশিল্পের প্রশিক্ষনের সিদ্বান্ত নেয়া হয়।

প্রথম ধাপে ২৫০ জন মহিলাকে এই প্রশিক্ষন দেওয়া হবে । এক অনন্যা মহীয়সী নারী সামান্থা মোরশেদের হাত ধরে হাতে বুনানোর পথচলা শুরু হয় ২০০৪ সালে। শুরু থেকেই হাতে বুনানো বিশ্বমানের হাতের তৈরি খেলনা উৎপাদন করে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানটি বিশ্বের ৩৭টি দেশে এই সব খেলনা রপ্তানি করছে তার মধ্যে আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, ইটালি, নেদারল্যান্ড, জার্মানি, কোরিয়া, মালয়েশিয়া উল্লেখযোগ্য । প্রতিষ্ঠানটি ২০১৫ সালে সুনামের সাথে ওয়ার্ল্ড ফেয়ার ট্রেড অরগানিজেশন (WFTO) এর গ্যারান্টিড মেম্বার শিপলাভ করে যা বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনে।

হাতে বুনানো আগ্রহী মহিলাদের মাঝে দুইমাস ব্যাপ্তি প্রশিক্ষনের শেষে নিজ খরচে ঢাকা অফিস থেকে পণ্য তৈরির প্রয়োজনীয় কাঁচামাল নিজ খরচে সম্পূর্ণ বিনা মূল্যে গ্রুপে সরবরাহ করে এবং খেলনা প্রতি পিস রেট হিসেবে মজুরী দিয়ে থাকে। ভোলার মহিলারা আজ স্বপ্ন দেখছে এই খেলনা তৈরির মাধ্যমে তাদের ভাগ্য পরিবর্তনের

উল্লেখ্য, গত দুই ব্যাচে ৩৫০ জনকে প্রশিক্ষন দেয়া হয়, অল্প সময়ে তারা সফলতা পেয়েছে, জেলে নারিদের চাহিদার ভিত্তিতে ৩য় ব্যাচ শুরু করা হয়, প্রধান অতিথি বলেন, ভোলা হবে বিশ্ব মানের খেলনা তৈরির জোন, জেলে পরিবারের আশার প্রদ্বীপ।

বাংলাদেশ সময়: ১১:১৫:২৪   ৩৮৯ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


বীজ পাইনি সার দিয়ে কি করবো ? চরফ্যাশনে কৃষকের প্রশ্ন
চরফ্যাশনে বিদ্যুৎ স্পৃস্টে শিশুর মৃত্যু
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

আর্কাইভ