জমি-জমা সংক্রান্ত বিরোধ নিয়ে বোরহানউদ্দিনে বাড়িতে সন্ত্রাসী হামলা

প্রথম পাতা » প্রধান সংবাদ » জমি-জমা সংক্রান্ত বিরোধ নিয়ে বোরহানউদ্দিনে বাড়িতে সন্ত্রাসী হামলা
মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০১৭



 

---

বোরহানউদ্দিন প্রতিনিধি, ভোলাবাণী:  ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মুলাইপত্তন গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধ নিয়ে মো. নাছির আহমেদ চৌধুরীর বাড়িতে সন্ত্রাসী হামলা হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে বাবুল-জয়নাল পক্ষ বাড়ি দখলের উদ্দেশ্যে একদল সন্ত্রাসীকে নিয়ে এ হামলা চালায়।

এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।

জানা গেছে, টবগী ইউনিয়নের মুলাইপত্তন গ্রামের নাছির আহমেদ চৌধুরী বাড়িতে বর্তমানে অবস্থান করছেন তার স্ত্রী আঙকুরা বেগম ও পুত্রবধূ হালিমা বেগম। তারা জানান, নাছির আহমেদ বর্তমানে তাবলীগে আছেন। তার পুত্ররা ঢাকাতে চাকরী করায় বাড়িতে পুরুষ বলতে কেউ নেই।

সোমাবার সকাল ৯টার দিকে পার্শ্ববর্তী মো. কাঞ্চনের ছেলে মো. বাবুল ও জয়নাল আবেদীন এক দল সন্ত্রাসী নিয়ে এসে তাদের উঠান ও বাগানের গাছপালা কাটে। এবং বাঁশ কেটে পুকুরের দখল নেয় এবং পুকুরে মাছ ছাড়ে।

আঙকুরা বেগম আরও বলেন, তাদের ব্যবহারের পুকুরের ঘাটলায় খেঁজুরের কাঁটা পুতে দেয় প্রতিপক্ষরা। এসময় স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. রতন তার লোকজন নিয়ে এসে দখল প্রক্রিয়া বন্ধ করে। এবং বাড়ির পুরুষ আসলে বিষয়টি মিমাংসা করবেন বলে আশ্বাস দেন।

পুত্রবধূ হালিমা জানান, ইউপি সদস্য চলে যাওয়ার পর একই দিনে দুপুর একটার দিকে প্রতিপক্ষরা আবারও বাড়িতে এসে লাথি দিয়ে তাদের ঘরের দরজা ভেঙে ফেলে এবং তার চুলের মুঠি ধরে ঘর থেকে বের করে দিয়ে এলাকা থেকে চলে যাওয়ার হুমকি দেয়। পরে তারা বোরহানউদ্দিন থানায় অভিযোগ দায়ের করেন।

প্রত্যক্ষদর্শী পাঁচজন ভোলাবাণীকে ঘটনার সত্যতার নিশ্চিত করেন।

মো. বাবুল ও জয়নাল আবেদীন তাদের বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করে বলেন, মুলাইপত্তন মৌজায় (এসএ-১৪৪, আরএস-১২৭ খতিয়ান নম্বর) ৭৩০.৫০ শতাংশ জমি। নাছির আহমেদ চৌধুরীদের সঙ্গে ১৬৮ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছে। তারা পৈত্রিক ও ক্রয়সূত্রে ওই জমির মালিক। কিন্তু নাছির আহমেদ চৌধুরী সে জমি জোর করে ভোগ-দখল করছে। একাধিক শালিসে তারা ওই জমি পাওনা হয়েছে। কিন্তু নাছির আহমেদ চৌধুরী পক্ষ না দেওয়ায় তারা পুকুরের দখল নিয়েছে। বাবুল ও জয়নাল আবেদীনের কাছে শালিশনামায় এ ধরনের কোনো প্রমান পাওয়া যায়নি।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার বলেন, তিনি নাছির আহমেদ চৌধুরীর পরিবারে পক্ষ থেকে অভিযোগপত্র পেয়েছেন। তদন্ত স্বাপেক্ষে মামলা গ্রহণ করবেন বলে জানান।

বাংলাদেশ সময়: ১০:৪৩:৩৭   ২৬৮ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


আজ থেকে সমুদ্রে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গেছেন
ভোটারদের নানান প্রতিশ্রুতি দিয়ে প্রচার- প্রচারনা শেষ ভোলায় আগামিকাল ভোটের মাঠে লড়াই হবে হাড্ডাহাড্ডি
বীজ পাইনি সার দিয়ে কি করবো ? চরফ্যাশনে কৃষকের প্রশ্ন
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব

আর্কাইভ