রবিবার, ৭ আগস্ট ২০২২

দক্ষিণ আইচার চরমানিকায় নতুন ভোটার হালনাগাদ ও ছবি তোলা শুরু

প্রথম পাতা » দক্ষিণ আইচা » দক্ষিণ আইচার চরমানিকায় নতুন ভোটার হালনাগাদ ও ছবি তোলা শুরু
রবিবার, ৭ আগস্ট ২০২২



সেলিম রানা।।ভোলাবাণী।।

চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার ৯নং চরমানিকা ইউনিয়নের ভোটার হালনাগাদকরণ ২০২২ সের কার্যক্রম শুরু,

দক্ষিণ আইচার  চরমানিকায় নতুন ভোটার হালনাগাদ ও ছবি তোলা শুরুরোববার (৭ আগস্ট) সকালে চরমানিকা ১ ও ২ নম্বর ওয়ার্ডের নতুন ভোটারদের ছবি তোলার কাজ শুরু হয়। সকালে দক্ষিণ আইচা সৌদি ২০ শয্যা বিশিষ্ট  হাসপাতাল ভবনের নিচে এ কার্যক্রমের শুরু করেন উপজেলা নির্বাচন অফিস টিম লিডার মো.সাদ্দাম হোসেন।

এসময় চরমানিকা ইউনিয়ন ১ থেকে ৫ এর সুপার ভাইজার আলহাজ্ব আলাউদ্দিন মাষ্টার, ও চরমানিকা ১ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য রহিজল সিকদার, ২ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য সবুজ মিয়া সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও আওয়ামী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ভোটার হালনাগাদের কর্যক্রম চলবে সোমবার( ৮ আগস্ট) ৩ ও ৪ নম্বর ওয়ার্ড, মঙ্গলবার( ৯ আগস্ট - ৫ ও ৬ নম্বর ওয়ার্ড, বুধবার ১0 আগস্ট )৭ ও ৮ নম্বর ওয়ার্ড, ৯ নম্বর ওয়ার্ড বৃহস্পতিবার (১১ আগস্ট ) পর্যন্ত এ-ই কর্যক্রম চলমান থাকবে বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, চর মানিকা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ২ জন সুপারভাইজারের অধিনে

৯ জন তথ্য সংগ্রহকারি হালনাগাদে প্রায় ১৮১০ জন ভোটার তালিকা তৈরি করেন। তিনি বলেন তথ্য সংগ্রহের সময় যদি কোনো ব্যক্তি বাদ পড়েন তাহলে স্ব-স্ব কেন্দ্রে সরাসরি হাজির হয়ে ফরম পুরণের মাধ্যমে ভোটার তালিকাভুক্ত হতে পারবেন । এছাড়া ভোটার স্থানান্তরের কাজও একইভাবে চলছে।

বাংলাদেশ সময়: ২৩:৪১:১৫   ৮৮ বার পঠিত  |