সোমবার, ২৭ জুন ২০২২

নিখোঁজ ছাত্র নেতা তামিমের মরদেহ উদ্ধার

প্রথম পাতা » চরফ্যাশন » নিখোঁজ ছাত্র নেতা তামিমের মরদেহ উদ্ধার
সোমবার, ২৭ জুন ২০২২



ভোলাবাণী।।চরফ্যাশন অফিস।।

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান দেখতে গিয়ে ট্রলার ডুবে নিখোঁজ হন চরফ্যাসন উপজেলার বাসিন্দা ও ছাত্রলীগ নেতা আল আফছার তামিম (২৬)।--- নিখোঁজের দুই দিন পর সোমবার সকালে তাকে জাজিরার চিটার চর এলাকার নদীর তীর থেকে উদ্ধার করা হয়।


বিষয়টি নিশ্চিত করেছেন জাজিরা থানার ওসি মোস্তাফিজুর রহমান ও নিহত তামিমের খালাতো ভাই রাফসান শরিফ ইমন।


আল আফছার তামিম চরফ্যাসন পৌরসভা ৪নং ওয়ার্ডের একে এম মজির উদ্দিনের ছেলে ও ও চরফ্যাশন কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। সে চরফ্যাসন সরকারি কলেজের অনার্স ৪র্থ বর্ষের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী।


জানা গেছে, তামিম চরফ্যাসন উপজেলা থেকে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করেন। অনুষ্ঠান শেষে ২৩ জন যাত্রীসহ জাজিরা প্রান্ত থেকে মাওয়া ঘাটের উদ্দেশ্যে নদী পথে ট্রলার যোগে রওয়ানা হন। এসময় পদ্মা নদীর মাঝে প্রবল স্রোতের কারণে ট্রলারটি ডুবে যায়। পরে স্থানীয়রা ২২জন যাত্রী উদ্ধার করেন। নিখোঁজ হন আল আফছার তামিম।


ছাত্রলীগ নেতা আল আফছার তামিমতামিমের নিখোঁজের দুই পর্যন্ত তার পরিবারের লোকজন এবং কলেজের সহপাঠিরা সন্ধানের জন্য জাজিরা এবং মাওয়ার বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের কাছে ফোন নম্বর দিয়ে আসেন। সোমবার সকালে জাজিরার চিটার চর এলাকায় নদীর তীরে স্থানীয়রা একটি মরদেহ দেখতে পেয়ে জাজিরা থানায় এবং তামিমের পরিবার কাছে খবর জানালে পরিবারের লোকজন গিয়ে তামিমকে সনাক্ত করেন। পরে পুলিশ তামিমের মরদেহ উদ্ধার করে জাজিরা থানায় নিয়ে যান।

বাংলাদেশ সময়: ২১:১৮:৫৫   ৮২ বার পঠিত  |