মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতে কটুক্তির প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল

প্রথম পাতা » প্রধান সংবাদ » মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতে কটুক্তির প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল
শুক্রবার, ১০ জুন ২০২২



এম শাহরিয়ার জিলন ॥ ভোলাবাণী
মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ দুই নেতার কটূক্তির প্রতিবাদে ভোলায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছেন ইসলামী আন্দোলন ভোলা জেলা শাখা।

মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতে কটুক্তির প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিলশুক্রবার (১০জুন) জুমার নামাজের পর শহরের হাটখোলা জামে মসজিদ চত্বরে প্রতিবাদ সভা করেন। এসময় শহরের বিভিন্ন মসজিদ থেকে মিছিল নিয়ে হাজার হাজার মুসল্লীরা সভাস্থলে উপস্থিত হয়। সভা শেষে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের বরিশাল দালানের সামনে গিয়ে শেষ হয়।

সভায় বক্তব্য রাখেন, দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, ভোলা জেলা সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের সেক্রেটারি মাওলানা মোবাশ্বিরুল হক নাইম, খলিফাপট্টি মসজিদের খতিব মাওলানা মুজির উদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় নেতা মাওলানা ওবায়েদ বিন মোস্তফা, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সহসভাপতি মাওলানা আতাউর রহমান, মাওলানা মিজানুর, সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, ভোলা ইমান আক্বিদা সংরক্ষণ কমিটির সেক্রেটারি মাওলানা তাজউদ্দিন ফারুকী, জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় নেতা আব্দুর রহমান চৌধুরী প্রমূখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বিশ্ব মুসলিমদের হৃদয়ের স্পন্দন মহানবী (সা.) কে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য কোনো মুসলমানই মেনে নিতে পারে না। এসময় তাঁরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর দাবি জানান।
বক্তারা বলেন, ধর্মীয় অপবাদ ছড়িয়ে ভারতীয় ক্ষমতাসীন দল বিজেপি একটি বিশেষ উদ্দেশ্য হাসিল করতে চায়। তাদের এমন কর্মকা- গোটা ভারতীয় উপমহাদেশে সাম্প্রসায়িক সম্প্রীতি বিনষ্টের স্পষ্ট পায়তারা। এছাড়া তারা সম্প্রীতির বাংলাদেশে হিন্দুত্ববাদী গোষ্ঠিকে উসকে দিয়ে হিন্দু-মুসলিমদের মধ্যে বিদ্যমান পার¯পারিক সম্প্রীতি বিনষ্ট করতে চায়।
বক্তারা আরও বলেন, ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেত্রী নুপুর শর্মা কর্তৃক মহানবী (সাঃ) কে কটুক্তির দায়ে ভারত সরকারকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইতে হবে।

এছাড়াও ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার কটুক্তির প্রতিবাদে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর দাবি জানিয়েছেন তাঁরা।
উল্লেখ্যঃ সম্প্রতি ভারতীয় একটি টেলিভিশন বিতর্কে অংশ নিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও তার স্ত্রী আয়েশা (রা.) সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেন নুপুর শর্মা। পরে একই বিষয়ে টুইটারে পোস্ট দেন নাভিন কুমার জিন্দাল। এ নিয়ে মুসলিম সম্প্রদায়ের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে এ ঘটনায় বিশ্বের অনেক মুসলিম দেশ প্রতিবাদ জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২৩:১৩:৪৬   ১০৪ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ২৫
গাজায় ইসরায়েলি হামলায় ৩৪৬২২ ফিলিস্তিনি নিহত
মুজিব শতবর্ষে বঙ্গবন্ধুর স্বপ্ন পুরনে একধাপ এগিয়ে মনপুরায় বঙ্গবন্ধুর চিন্তানিবাস পর্যটন কেন্দ্রস্থান সচিবের পরিদর্শন ॥
শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন
চাহিদার চেয়ে উৎপাদন ক্ষমতা বেশি থাকলেও ভোলায় লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাট থেকে মুক্তি পাচ্ছেন না গ্রাহকরা।
লালমোহনে জাগোনারী’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত
দুই মাসের নিষেধাজ্ঞার পর ভোলায় মধ্যরাত থেকে মাছ শিকারে নামবেন জেলেরা
ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে আরও ইউরোপীয় দেশ
তজুমদ্দিনে ৮৫৬টি গাছ কেটে রাস্তা চওড়া করার প্রস্তুতি সম্পন্ন ,স্থানীয়দের ক্ষোভ
ভোলায় ডিবির অভিযানে অস্ত্রসহ ৩ দস্যু আটক, অপহৃতরা উদ্ধার

আর্কাইভ