দুর্নীতির অভিযোগ করায় মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে মুক্তিযোদ্ধা সংসদ

প্রথম পাতা » ভোলা সদর » দুর্নীতির অভিযোগ করায় মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে মুক্তিযোদ্ধা সংসদ
বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭



 

---

স্টাফ রিপোর্টার, ভোলাবাণী: ভোলায় মুক্তিযোদ্ধা সংসদের ব্যানারে মিথ্যা দুর্নীতির অভিযোগে মানববন্ধন ও পথসভা করা হয়েছে বলে জানিয়েছেন হিউম্যান রাইটস্ ডিফেন্ডারস ফোরাম ভোলা জেলা শাখার সভাপতি মোবাশ্বির উল্যাহ চৌধুরী।

তিনি বুধবার দুপুরে ভোলা সদর রোডের সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, দুস্থ মুক্তিযোদ্ধাদের গৃহনির্মাণ প্রকল্পে ঘর প্রতি ৯ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। ওই প্রকল্পের প্রায় দুই কোটি টাকা আত্মসাত করেছে। আরো এক কোটি টাকা আত্মসাতের পায়তারা করছে।

আমি গত ১৮ ডিসেম্বর জেলা প্রশাসকের কাছে দুস্থ মুক্তিযোদ্ধাদের গৃহ নির্মাণ প্রকল্পের দুর্নীতির চিত্র তুলে ধরে তদন্ত দাবি করি এবং দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাই। একই বিষয় নিয়ে গত ৯ মার্চ এইচআরডিএফ, সুজন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজনে মানববন্ধন ও পথসভা কর্মসূচি পালিত হয়।

ওই কর্মসূচীর মাধ্যমে মুক্তিযোদ্ধাদের গৃহনির্মাণ প্রকল্প বাতিল করে প্রকৃত দুস্থ মুক্তিযোদ্ধাদেরকে ওই প্রকল্পের গৃহ নির্মাণের টাকা বরাদ্দের দাবি জানানো হয়।

এ ছাড়া ওই টাকা আত্মসাতকারিদের কাছ থেকে দ্বিগুণ টাকা আদায় করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।

মোবাশ্বির উল্যাহ চৌধুরী বলেন, মূলত এসব কারনেই ভোলা সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার অহিদুর রহমানের নেতৃত্বে, দুর্নীতিবাজ ও তথাকথিত কিছু মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা সংসদের ব্যানারে সম্প্রতি মানববন্ধন ও পথসভা করেন।

তিনি বলেন, আমার বিরুদ্ধে যারা মিথ্যা ও কাল্পনিক দুর্নীতির অভিযোগ এনেছে তারাই মূলত লুটেরা-দুর্নীতিবাজ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, এইচআরডিএফ’র সম্পাদক মোঃ হোসেন বলেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভানেত্রী হোসনে আরা বেগম চিনু, সুজন’র সভানেত্রী অধ্যক্ষ সাফিয়া খাতুন, নলিনী দাস বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম সাহা প্রমূখ।

বাংলাদেশ সময়: ১১:২৮:২৯   ২০৭ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে
ভোলা সদর উপজেলা নির্বাচনমটরসাইকেল ও উড়োজাহাজ প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আমি প্রতিজ্ঞাবদ্ধ: মোহাম্মদ ইউনুস
ভোলায় বর্জপাতে কৃষকের মৃত্যু
ফিলিস্তিনে গণহত্যা প্রতিবাদে ভোলায় ছাত্রলীগের পতাকা উত্তোলন ও পদযাত্রা কর্মসূচি
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ২৫
ভোলায় ডিবির অভিযানে অস্ত্রসহ ৩ দস্যু আটক, অপহৃতরা উদ্ধার
জাতীয় পর্যায়ের লোকনৃত্য প্রতিযোগীতায় ভোলার মেয়ে স্বস্তিকার ২য় স্থান অর্জন
ভোলার নৃত্যশিল্পী স্বস্তিকার জাতীয় প্রতিযোগীতায় অংশগ্রহন
ভোলায় ইসতিসকার নামাজ আদায়

আর্কাইভ