বুধবার, ১১ মে ২০২২

বেতুয়া লঞ্চঘাটের পূর্বের টোলই বহাল রাখলেন ইউএনও

প্রথম পাতা » চরফ্যাশন » বেতুয়া লঞ্চঘাটের পূর্বের টোলই বহাল রাখলেন ইউএনও
বুধবার, ১১ মে ২০২২



---চরফ্যাশন অফিস॥
ভোলার চরফ্যাশন উপজেলার বতুয়া লঞ্চঘাটের পূর্বের আদায়কৃত পাঁচ টাকা টোলই বহাল রাখার সিদ্ধান্ত দিয়েছেন চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার আল নোমান। আজ বুধবার ঘাট ইজারাদারদের সঙ্গে আলোচনা  শেষে তিনি এসিদ্ধান্ত দিয়েছেন বলে নির্বাহী অফিসার কার্যালয় সুত্রে জানাগেছে।
জানাগেছে, গত দুই দিন যাবত ঢাকাসহ বিভিন্ন স্থানে যাওয়া লোকজনের কাছ থেকে বেতুয়া ঘাটে ইজারাদারের লোকেরা নিজ সিদ্ধান্তে জনপ্রতি পাঁচ টাকার টোল বৃদ্ধি করে দশ টাকা আদায় করেন। ভুক্তভোগীরা বিষয়টি উপজেলা নির্বাহি অফিসারকে জানান। বুধবার ইজারাদারদের ডেকে সরকার নির্ধারিত পাঁচ টাকা টোল আদায়ের সিদ্ধান্ত দেন উপজেলা নির্বাহি অফিসার আল নোমান।
ঘাট ইজারাদার মো. নুরে আলম পাঁচ টাকার স্থলে দশ টাকা টোল আদায়ের বিষয়টি অস্বীকার করে বলেন, কাহারো কাছ থেকে পাঁচ টাকার বেশী আদায় করা হয়নি। কেউ অভিযোগ করলে আমাদের কিছু বলার নেই ।
উপজেলা নির্বাহি অফিসার আল নোমান জানান, সরকারি ভাবে ধার্য্যকৃত  পাঁচ টাকা টোল আদায়ের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:২১:৪০   ৭০ বার পঠিত  |