ভোলায় অসহায় পরিবারের মাঝে সিএসডি”র ইদ উপহার প্রদান

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় অসহায় পরিবারের মাঝে সিএসডি”র ইদ উপহার প্রদান
শনিবার, ৩০ এপ্রিল ২০২২



ভোলাবাণী ডেক্সঃ ভোলায় বেসরকারি উন্নয়ন মুলক প্রতিষ্ঠান সামাজিক উন্নয়ন কেন্দ্র (সিএসডি)”র নিজস্ব তহবিল থেকে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের নবীপুর ৯ নং ওয়ার্ডে অসহায় পরিবারের মাঝে নতুন পোশাক, নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সামাজিক উন্নয়ন কেন্দ্র (সিএডি)”র নেতৃবৃন্দ  উপস্থিত থেকে অসহায় পরিবারের মাঝে এ নতুন পোশাক, নগদ অর্থ ও খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করেন।

ভোলায়  অসহায় পরিবারের মাঝে সিএসডি”র ইদ উপহার প্রদান

নেতৃবৃন্দ বলেন ঈদকে সামনে রেখে আর্তমানবতার সেবায় অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তশালিদের আহবান জানান,ঈদের আনন্দ সকল ঘরে পৌছে দিতে সকলকে হাতে হাত রেখে কাজ করতে হবে। দাঁড়াতে হবে অসহায়দের পাশে। বিলিয়ে দিতে হবে নিজের সামর্থের সবটুকু। সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা সামাজিক উন্নয়ন কেন্দ্র (সিএসডি)”র মতো সমাজের বিত্তবান সকলেরই এগিয়ে আসা উচিত।
শনি বার (৩০ এপ্রিল) বিকালে সামাজিক উন্নয়ন কেন্দ্র (সিএসডি)”র প্রধান কার্যালয়ে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে নেতৃবৃন্দ এসব কথা বলেন।এই কার্যক্রমটি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সার্বিক সহায়তা প্রদান করেন সামাজিক উন্নয়ন কেন্দ্র (সিএসডি)”র সম্মানীত উপদেষ্টা লে.কর্নেল ড.এম . ইকরামুল হক,এম মোর্শেদ আলম,আবুল কালাম আজাদ হাওলাদার,এ্যাড.খায়ের উদ্দিন সিকদার,নির্বাহী-কমিটির-সদস্য  ড.এসকে মাহাতাব উদ্দিন,মো:আকতারুজ্জামান,মিজানুর রহমান শাহিন,মো:মাহফুজুর রহমান, আলীী গাফফার, মোঃঃ মিনহাাজ রশিদ, মো:হেলাল উদ্দিন,মো: ইকবাল হোসেন ।

এসময় আরো উপস্থিত ছিলেন এ্যাড. জাকির হোসেন রিপন,জনাব খলিল উদ্দিন ফরিদ,জনাব জাকির হোসেন সবুজ,জনাব মোঃ ইজমাউল হক,জনাব মমিনউল্লাহ ,মাহমুদুল হাসান ফাহাদ,রায়হান উদ্দিন প্রমুখ ।

বাংলাদেশ সময়: ২০:৫২:০৩   ৮৪ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


দুই মাসের নিষেধাজ্ঞার পর ভোলায় মধ্যরাত থেকে মাছ শিকারে নামবেন জেলেরা
ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে আরও ইউরোপীয় দেশ
তজুমদ্দিনে ৮৫৬টি গাছ কেটে রাস্তা চওড়া করার প্রস্তুতি সম্পন্ন ,স্থানীয়দের ক্ষোভ
ভোলায় ডিবির অভিযানে অস্ত্রসহ ৩ দস্যু আটক, অপহৃতরা উদ্ধার
গুজবে কেউ কান দেবেন নাঅটো চেয়ারম্যান হওয়ার দিন শেষ জনগনের ভোট লাগবে: মোহাম্মদ ইউনুছ
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২৪মনপুরায় উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী ৫ জন ॥ মোট প্রার্থী ১১ জন
তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥
এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
এ কে ফজলুল হককে কেন ‘শেরে বাংলা’ বলা হয়?
জাতীয় পর্যায়ের লোকনৃত্য প্রতিযোগীতায় ভোলার মেয়ে স্বস্তিকার ২য় স্থান অর্জন

আর্কাইভ