রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২

ভোলায় এইচএসসিতে পাসের হার ৯৪ দশমিক ৫৮ শতাংশ।

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় এইচএসসিতে পাসের হার ৯৪ দশমিক ৫৮ শতাংশ।
রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২



ভোলাবাণী ডেক্স ঃ

ভোলায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাস করেছে ৮ হাজার ৭০২ জন।
এদের মধ্য ছেলে ৪ হাজার ৭২৪ জন এবং মেয়ে ৩ হাজার ৯৭৮ জন।এইচএসসিতে পাসের হার ৯৪ দশমিক ৫৮ শতাংশ।

ভোলায় এইচএসসিতে পাসের হার ৯৪ দশমিক ৫৮ শতাংশ।সূত্র জানায়, এ বছর ভোলার ৫৩টি কলেজ থেকে পরীক্ষার্থী ছিল ৯ হাজার ৪৮৪ জন। এদের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৯ হাজার ২০১ জন শিক্ষার্থী। যাদের মধ্যে পাস করেছে ৮ হাজার ৭০২ জন।
এ বছর জেলায় জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ২১৪ জন। যাদের মধ্যে ছেলে ৫১৩ জন এবং মেয়ে ৭০১ জন।

ফলাফল বিশ্লেষনে দেখা গেছে, ছেলেদের থেকে এগিয়ে রয়েছে মেয়েরা। অন্যদিকে, এ বছর জেলার ৫টি কলেজ থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে।বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন এ তথ্য নিশ্চিত করেছে।

বাংলাদেশ সময়: ২২:৪৪:৩৩   ৬৩ বার পঠিত  |