রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২

মেঘনায় ধরা পড়ছে রাজা ইলিশ

প্রথম পাতা » প্রধান সংবাদ » মেঘনায় ধরা পড়ছে রাজা ইলিশ
রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২



স্ট্যাফ রিপোর্টার।।ভোলাবাণী

ভোলার  মেঘনা নদীতে ধরা পড়েছে প্রায় দুই কেজি ওজনের একটি রাজা  ইলিশ। স্থানীয় বাজারে রাজা ইলিশটি তিন হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে।

মেঘনায় ধরা পড়ছে রাজা ইলিশভোলার তুলাতুলি মৎস্য ঘাটের মো. ইউসুফ মিয়া জানান, শনিবার রাতে তুলাতুলি এলাকার মো. মিলন মাঝি মেঘনায় ইলিশ শিকারে যায়। এসময় তার জালে পাঁচটি ইলিশ ধরা পড়ে। তারমধ্যে একটি ছিল রাজা (বড়) ইলিশ। যার ওজন প্রায় এক কেজি ৮০০ গ্রাম।

পরে তুলাতুলি ঘাটে নোমান ব্যাপারীর আড়তে নিলামে তিন হাজার ২০০ টাকা মাছটি কিনে নেন মঞ্জু ব্যাপারী।

তিনি আরও জানান, মা ইলিশের নিষেধাজ্ঞার সময় তুলাতুলি এলাকায় বেশ কয়েটি রাজা ইলিশ ধরা পড়েছিল। আর দীর্ঘ দিন পর আবারও একটি রাজা ইলিশ পাওয়ায় জেলেরা নতুনভাবে স্বপ্ন দেখা শুরু করেছেন।

 

ভোলা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসেন দাবি করেন, ইলিশ ধরায় নিষেধাজ্ঞা সফলভাবে সম্পূর্ণ হওয়ায় নদীতে রাজা ইলিশ ধরা পড়ছে।

বাংলাদেশ সময়: ২১:১৮:০২   ৬৪ বার পঠিত  |