শনিবার, ১৫ জানুয়ারী ২০২২

তজুমদ্দিনে মোবাইল কোর্টে ২৬মন জাটকা আটক ॥

প্রথম পাতা » তজুমদ্দিন » তজুমদ্দিনে মোবাইল কোর্টে ২৬মন জাটকা আটক ॥
শনিবার, ১৫ জানুয়ারী ২০২২



হেলাল ‍লিটন।।ভোলাবাণী।। তজুমদ্দিন প্রতিনিধি ॥

ভোলার তজুমদ্দিনে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্টে ২৬ মন জাটকা ইলিশ আটক করা হয়েছে। পরে আটক অবৈধ জাটকা ইলিশ লিল্লাহ বোডিং ও গরীব অসহায় মানুষের মাঝে বিতরণ করেন।

---

উপজেলা মৎস্য অফিস সুত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টায় উপজেলা নির্বাহি কর্মকর্তা মরিয়ম বেগমের নেতৃত্বে শশীগঞ্জ মৎস্যঘাট ও চৌমুহনী মৎস্যঘাটে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় চৌমুহনী মৎস্যঘাটে অবৈধ ২৫মন জাটকা ইলিশ মাছসহ মিজানুর রহমান নামের এক আড়ৎদারকে আটক করেন। পরে আটক জাটকা ইলিশ নুরানী, হাফিজিয়া মাদ্রাসার লিল্লাহ বোডিং ও ¯’ানীয় গবীর অহসায় মানুষের মাঝে বিতরণ করা হয়। আটক আড়ৎদার মিজানুর রহমানকে মোবাইল কোর্টের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে উপজেলার শশীগঞ্জ বাজারে অভিযান করে আরো ১মন জাটকা মাছ আটক করে তাও গরীব মানুষের মাঝে বিতরণ করেন।

তজুমদ্দিনে মোবাইল কোর্টে ২৬মন জাটকা আটক ॥

জানতে চাইলে উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন (অ.দা) বলেন, নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা আহরণ সরকারীভাবে নিষিদ্ধ। তাই শনিবার সকাল ১০টা থেকে জাটকা সংরক্ষণ ও অবৈধজাল উ”েছদের বিরুদ্ধে উপজেলা নির্বাহি কর্মকর্তার নেতৃত্বে ও উপজেলা মৎস্য অফিসের সহায়তায় বিভিন্ন মাছঘাট ও বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রায় ২৬মন জাটকা আটক করে তা জনসাধারণের মাঝে বিতরণ করা হয়। জাটকা মাছ ক্রয়ের দায়ের একজনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ৫হাজার টাকা জরিমানা করা হয়।ছবি ক্যাপশন ঃ তজুমদ্দিনে প্রশাসনের মোবাইল কোর্টে আটক জাটকা ইলিশের একাংশ।

বাংলাদেশ সময়: ১৭:২২:৩৯   ৬০ বার পঠিত  |