বুধবার, ২৭ অক্টোবর ২০২১

অলরাউন্ডার র‍্যাংকিংয়ের শীর্ষস্থান সাকিব দখলে

প্রথম পাতা » খেলাধূলা » অলরাউন্ডার র‍্যাংকিংয়ের শীর্ষস্থান সাকিব দখলে
বুধবার, ২৭ অক্টোবর ২০২১



ভোলাবাণী ডেক্সঃ ওয়ানডেতে আগে থেকেই রয়েছেন শীর্ষে। পর্যাপ্ত টেস্ট না খেলায় সাদা পোশাকের র‍্যাংকিংয়ে রয়েছেন চারে। এবার চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের দুর্দান্ত পারফরম্যানস দিয়ে কুড়ি ওভারের অলরাউন্ডার র‍্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করেন সাকিব আল হাসান।

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে চার ম্যাচে ১১ উইকেট নিয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি বাংলাদেশের অলরাউন্ডার। যেখানে তার বোলিং ইকোনমি (৪.৭৩) ও গড় (৬.৪৫) দুটোই ঈর্ষণীয়। ব্যাট হাতে চার ম্যাচে ২৯.৫০ গড়ে করেছেন ১১৮ রান ।

অলরাউন্ডার র‍্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করেন সাকিব আল হাসান।

এক টুর্নামেন্টে কোনো বাংলাদেশি হিসেবে সর্বোচ্চ উইকেট শিকারিও এখন এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। এমন পারফরম্যানসের সুবাদে ২০ রেটিং বেড়ে বর্তমানে ২৯৫ রেটিং নিয়ে শীর্ষস্থানে ফিরেছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার।অন্যদিকে ১০ রেটিং কমে ২৭৫ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেলেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী। ১৬৫ রেটিং নিয়ে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল ও নামিবিয়ার জে জে স্মিট।

বাংলাদেশ সময়: ১৮:৫৭:৩৭   ১১২ বার পঠিত  |