ভোলা জেলার সরকারি গণগ্রন্থাগারে আয়োজন করা হয়েছে রচনা প্রতিযোগিতা

প্রথম পাতা » ব্রেকিংনিউজ » ভোলা জেলার সরকারি গণগ্রন্থাগারে আয়োজন করা হয়েছে রচনা প্রতিযোগিতা
বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০১৭



---

বিশেষ প্রতিনিধি, ভোলাবাণী: বাংলা নববর্ষ-১৪২৪ উদ্যাপন উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন গণগ্রন্থাগার অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন ভোলা জেলার সরকারি গণগ্রন্থাগারে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

রচনা প্রতিযোগিতা উপলক্ষে ক গ্রুপে পঞ্চম থেকে অস্টম শ্রেণী পর্যন্ত ‘নববর্ষ বাঙালির প্রাণের উৎসব’ বিষয়ে ১ হাজার শব্দের মধ্যে, খ গ্রুপে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নববর্ষ আমাদের নবচেতনার উৎসব বিষয়ে ১ হাজার ২শ শব্দের মধ্যে, গ গ্রুপের মধ্যে স্নাতক থেকে স্নাতকোত্তর পর্যন্ত ‘নববর্ষ ও মঙ্গল শোভাযাত্রা বিষয়ে ১ হাজার ৫শ শব্দের মধ্যে এবং ‘ঘ’ গ্রুপে সর্বসাধারণের জন্য ‘নববর্ষ ও অসাম্প্রদায়িকতা’ বিষয়ে ১ হাজার ৮শ শব্দের মধ্যে রচনা আহ্বান করা হয়েছে।

লিখিত রচনা আগামী ২৩ এপ্রিলের মধ্য চরনোয়াবাদ পুলিশ লাইন রোডস্থ জেলা সরকারী গণগ্রন্থাগারে জমা দিতে হবে।

রচনা লেখার নিয়মাবলী হচ্ছে : ১) রচনা এ৪ সাইজ সাদা কাগজে স্বহস্তে প্রতি পাতার এক পৃষ্ঠা লিখতে হবে। উভয় পৃষ্ঠায় লেখা যাবে না। ২) ক, খ’ ও গ গ্রুপের শিক্ষার্থীদের রচনা স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নসহ জমা দিতে হবে। ৩) ঘ গ্রুপের ক্ষেত্রে জাতীয় পরিচয় পত্রের ফটোকপিসহ রচনা জমা দিতে হবে। ৪) রচনায় অবশ্যই প্রতিযোগীর নাম, পিতা ও মাতার নাম, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম/ঠিকানা এবং মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। ৫) রচনার শব্দ সংখ্যা নির্ধারিত সীমার অধিক হলে তা মূল্যায়নের জন্য বিবেচিত হবে না। ৬) শুধুমাত্র বিজয়ীদেরকে টেলিফোনের মাধ্যমে পুরস্কার ও সনদ বিতরণের তারিখ, সময় ও স্থান জানানো হবে।

জেলা গণগ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান মোঃ নূরুল আফছার স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৫:১৯:৩৮   ৭৯৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ব্রেকিংনিউজ’র আরও খবর


তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা সদর উপজেলা নির্বাচনমটরসাইকেল ও উড়োজাহাজ প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ
বিভাগীয় পর্যায়ে লোক ও উচ্চাঙ্গ নৃত্যে ভোলার মেয়ে অহনার ১ম স্থান অর্জন

আর্কাইভ