সোমবার, ৪ অক্টোবর ২০২১

সাংবাদিক আলম রায়হান বলেন,’আমি মামলা-হামলাকে ভয় পাই না’

প্রথম পাতা » প্রধান সংবাদ » সাংবাদিক আলম রায়হান বলেন,’আমি মামলা-হামলাকে ভয় পাই না’
সোমবার, ৪ অক্টোবর ২০২১




গাজী তাহের লিটন।।ভোলাবাণী।।


আজ ৪ সেপ্টেম্বর (সোমবার) দুপুরে বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দেশবরেণ্য সাংবাদিক আলম রায়হান কে দেখতে যান নয়াদিগন্তের বরিশাল ব্যুরো চিফ আযাদ আলাউদ্দীন ও ভোলা থেকে সাংবাদিক গাজী তাহের লিটন।


সাংবাদিক আলম রায়হান বলেন,’আমি মামলা-হামলাকে ভয় পাই না’মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় গত শনিবার বরিশালের মাদককারবারিদের হামলার শিকার হন দৈনিক দখিনের সময় পত্রিকার প্রথিতযশা এই সাংবাদিক। এ ব্যাপারে বরিশাল সদর থানায় মামলা হলে পুলিশ ১ জনকে আটক করেছে।


আলম রায়হানকে হাসপাতালে দেখতে যাওয়া দুই সহকর্মিকে দনিবিড় ভালোবাসায় বুকে জড়িয়ে নেন। এসময় তাঁকে মুক্তবুলি ম্যাগাজিনের চলতি সংখ্যা উপহার দিলে তিনি সন্তোষ প্রকাশ করেন।


তিনি বলেন, সাহসী সাংবাদিকরা কখনো হামলা ও মামলাকে ভয় পায় না। সুস্থ হয়ে আবারো মাদকের বিরুদ্ধে কলম ধরবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন ‘৮০ দশকের জনপ্রিয় এই অকুতোভয় সাংবাদিক। এসময় উপস্থিত ছিলেন আলম রায়হানের সহধর্মিনী। উল্লেখ্য কয়েকটি সাংবাদিক সংগঠন আলম রায়হানের ওপর হামলায় জড়িতদের গ্রেফতারের দাবিতে দেশজুড়ে মানববন্ধন আহবান করেছে।

বাংলাদেশ সময়: ১৭:৩৩:৩৭   ৭২ বার পঠিত  |