মঙ্গলবার, ২৪ আগস্ট ২০২১

চরফ্যাসনে গবাদিপশুর জন্য ১০ টি শ্যালো টিউবওয়েল স্থাপন

প্রথম পাতা » দক্ষিণ আইচা » চরফ্যাসনে গবাদিপশুর জন্য ১০ টি শ্যালো টিউবওয়েল স্থাপন
মঙ্গলবার, ২৪ আগস্ট ২০২১



সেলিম রানা।।ভোলাবাণী।।

মহিষ উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) এর অর্থায়নে  ৯ টি চরে ১০ টি টিউবওয়েল  স্থাপন  কাজ শুরু হয়েছে।

আগামী ৭/৮ দিনের মধ্যে এ সকল টিউবওয়েল  স্থাপনের কাজ শেষ করা হবে বলে উপজেলা  প্রাণীসম্পদ কর্মকর্তা  ডাঃ মোঃ  আতিকুর রহমান জানিয়েছেন।

চরফ্যাসনে গবাদিপশুর জন্য ১০ টি শ্যালো টিউবওয়েল স্থাপনচর ১০ টি হলো, চর হাসিনা, বয়ার চর, তারুয়ার চর, চর মোতাহার, চর স্টিফেন, সিকদারের চর, চর কুকরী-মুকরী, কুকরীর মাটির কিল্লা, চর পাতিলা ও চর যমুনা।

ইতোমধ্যে টিউবওয়েল  বসানোর কাজ শুরু করা হয়েছে।

এই শ্যালো টিউবওয়েল বসানোর কাজ শেষ হলে দূর্যোগ কালীন সময়ে ও সবসময়ই গবাদিপশু  স্বাস্থ্য সম্মত পানি পান করতে পারবে।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা  ডাঃ মোঃ আতিকুর রহমান জানান, গবাদিপশু দূর্যোগ কালীন সময়ে স্বাস্হ্যসম্মত পানি না পেয়ে ময়লাযুক্ত পানি পান করে এতে করে গবাদিপশুর  মৃত্যু ঝুকি বেড়ে যায়। শ্যালো টিউবওয়েল এর পানি পানে গবাদিপশুর  জীবন রক্ষায় সহায়ক হবে।

বাংলাদেশ সময়: ১৫:০৩:২৩   ৭৬ বার পঠিত  |