হেরা ফাউন্ডেশনের পক্ষ হতে ভোলায় অসহায় পরিবারের মাঝে চাল বিতরন

প্রথম পাতা » ভোলা জেলা » হেরা ফাউন্ডেশনের পক্ষ হতে ভোলায় অসহায় পরিবারের মাঝে চাল বিতরন
মঙ্গলবার, ২০ জুলাই ২০২১



ভোলাবাণী ডেক্স রিপোটঃ বেসরকারি উন্নয়ন সংস্থা হিউম্যানিটেরিয়ান এনডেভর ফর রিহ্যাবিলিটিশন এন্ড এডভান্সমেন্ট ফাউন্ডেশন (হেরা ফাউন্ডেশন) এর নিজস্ব তহবিলে পরিচালিত দান ও সদকা ফান্ড প্রকল্পের আওতায় খাদ্য সামগ্রী সহায়তা কার্যক্রম ২০২১ হতে আজ ভোলা জেলার সদর উপজেলায় দু:স্থ ও গরীব অসহায় মানুষের মাঝে চাল বিতরন করা হয়।

হেরা ফাউন্ডেশনের পক্ষ হতে ভোলায়  অসহায় পরিবারের মাঝে চাল বিতরন

প্রধান অতিথি ছিলেন সংস্থাটির চেয়ারম্যান জনাব অ্যাড.এস এম রেজাউজজামান হিরা। সংস্থাটির পরিচালক ও ল নিউজ ২৪ এর উপদেষ্টা সম্পাদক জনাব অ্যাড.মো. মুহিবুল্লাহ তানভীর বলেন খাদ্য সহায়তা কার্যক্রমে গরীব ও দুঃস্থ ৮২টি পরিবারকে চাল পৌঁছে দেন সংস্থার স্বেচ্ছাসেবকরা। সংস্থাটির পরিচালক এ কেএম আকতারুজ্জামান কে জানান ভোলা সদরে আমরা ৮২ টি পরিবারকে চাল, প্রদান করেছি । শুধু ভোলায় বাংলাদেশের বিভিন্ন জেলায় এ কার্যক্রম পরিচালনা করবেন আশাবাদ ব্যক্ত করেন ।এই কার্যক্রমটি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সার্বিক সহায়তা প্রদান করেন সংস্থারটি উপদেষ্টা পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোর্শেদ আলম ও কার্য্য নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ইন্জিনিয়ার এস এম রাশেদুজ্জামান, সা.সম্পাদক মো. ইজমাউল হক, যুগ্ম সম্পাদক এ কে এম আকতারুজ্জামান, কোষাধ্যক্ষ অধ্যাপক মু. খাইরুল ইসলাম, প্রকৌশলী আনিকা ফারিহা রশিদ, শাহনাজ সুলতানা,অ্যাড. মো. মুহিবুল্লাহ তানভীর ও ডক্টর এস কে মাহতাবউদ্দিন।

প্রোগ্রামটির সভাপতিত্ব করেন ভোলা সার্কেল কমিটির সভাপতি জনাব মো. খোরশেদ আলম, বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন কেন্দ্রীয় সম্পাদক জনাব মো: ইজমাউল হক, ভোলা সার্কেল এর উপদেষ্টা জনাব মো: ওবায়েদুর রহমান, .ভাইস চেয়ার ম্যান এনসিওর ল্যান্ডমার্ক লি:।

আরো উপস্হিত ছিলেন সংস্থাটির ভোলা সার্কেল কমিটির সা.সম্পাদক প্রকৌশলী মোঃ জাকির হোসেন সবুজ, সহ সভাপতি মো: মনজুর হোসেন, যুগ্ম সম্পাদক অ্যাড. খলিল উদ্দিন ফরিদ, কোষাধ্যক্ষ মোঃ কামরুল ইসলাম, সদস্য মো: জহুরল হক জামাল, বিশিষ্টজন সুমন খান, আর্কিটেক্ট পারভেজ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:১৯:৫৯   ৫৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা জেলা’র আরও খবর


তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥
জাতীয় পর্যায়ের লোকনৃত্য প্রতিযোগীতায় ভোলার মেয়ে স্বস্তিকার ২য় স্থান অর্জন
ভোলার নৃত্যশিল্পী স্বস্তিকার জাতীয় প্রতিযোগীতায় অংশগ্রহন
ভোলায় ইসতিসকার নামাজ আদায়
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে ॥
ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার খালের উপর ব্রিজ নির্মানের দাবী মনপুরাবাসীর ॥
লালমোহনে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়
লালমোহনে আবাসনের ঘর জবরদখলের অভিযোগ
বিদ্যুতের ভেলকিবাজিতে অতিষ্ট ব্যবসায়ীসহ গ্রাহকবিদ্যুত বিহীন মনপুরা ॥ তীব্রতাপদাহে ভোগান্তিতে সাধারন মানুষ

আর্কাইভ