ভোলা জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে চলছে ধারাবাহিক দূর্নীতি শপথ বাক্যপাঠ

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলা জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে চলছে ধারাবাহিক দূর্নীতি শপথ বাক্যপাঠ
সোমবার, ৩ এপ্রিল ২০১৭



 

ভোলা জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি’র সভাপতি হোসনেয়া বেগম চিনু’র নেতৃত্বে

বিশেষ প্রতিনিধি, ভোলাবাণী: “দূর্নীতি সইবা না, দূর্নীতি মানবো না” এই স্লোগানকে সামনে রেখে দূর্নীতি দমন কমিশন (দুদক) এর সহযোগি সংগঠন বাংলাদেশ দূর্নীতি প্রতিরোধ কমিটি ভোলা জেলা শাখার উদ্যোগে। ভোলা জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে চলছে ধারাবাহিক দূর্নীতি শপথ বাক্যপাঠ।

ভোলা জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি’র সভাপতি হোসনেয়া বেগম চিনু’র নেতৃত্বে, প্রতিদিন সকাল ১০.০০ টায় নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে সকল শিক্ষক শিক্ষার্থী’রা একযোগে সমবেত হয়ে। জাতীয় সংঙ্গীত পরিবেশন শেষে দূর্নীতি বিরোধী সফতবাক্য পাঠ করা হয়। এতে বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধ্রাণ সম্পাদক মোবাশে্শর উল্লাহ চৌধুরী, ভোলা জেলা হিউম্যান রাইট’স ডিফেন্ডারস এর সাধারণ সম্পাদক মোঃ হোসেন প্রমূখ।

এসময় বক্তরা বলেন, দূর্নীতি একটি জাতীয় শত্রু। দূর্নীতি আজ দেশ ও দেশের জাতিকে বিপদে ফেলে দিয়েছে। প্রথম শ্রেনীর কর্মকর্তা থেকে শুরু করে নিম্ম পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী পযর্ন্ত দূর্নীতি করছে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সকল স্থানে আজ দূর্নীতিতে ভরপুর।

এসময় আরো বলেন, আজ শিক্ষার্থীরা দূর্নীতি বিরোধী সফত গ্রহণ করলে তারা আগামি দিনে দেশের বড় বড় অফিসার পদে দায়িত্ব নিয়ে দূর্নীতি করবে না বলে আশা করি। “আজকের শিশু আগামি দিনের ভবিষ্যৎ”।

 

---

তেমনি এই সকল শিক্ষার্থী এক সময়ে দেশে মাথা উচুঁ করে দাড়াঁবে। তাই আগে থেকেই যদি দূর্নীতি বিরোধী জিনিসটি শিক্ষা পেয়ে মনে আগামি কালে তারা দূর্নীতি করবে না। যেমন মা বাবা তার সন্তানকে ছোট বেলা যা শিক্ষাবে তাই শিখবে। তাই সকলের উচিৎ দূর্নীতি মুক্ত দেশ গড়তে এগিয়ে আশা।

ইতিমধ্যে ভোলা জেলার প্রায় স্কুলে দূর্নীতি বিরোধী সফত বাক্য পাঠ সমাপ্ত। ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়, ভোলা আব্দুর রব স্কুল এন্ড কলেজ, ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, টাউন মাধ্যকিম বিদ্যালয়, মাছুমা খারম মাধ্যমিক বিদ্যালয়, টাউন মাধ্যমিক বিদ্যালয়, নলীনি দাস মাধ্যমিক বিদ্যালয়সহ প্রমুখ।

এ সফত বাক্যটি পাঠ ধারাবাহিক এক সপ্তাহ পযর্ন্ত অব্যহত থাকবে বলেও জানা যায়।

বাংলাদেশ সময়: ৮:৫৭:০৯   ৫৭০ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে

আর্কাইভ