মনপুরায় নৌকা প্রতিকের প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ২

প্রথম পাতা » প্রধান সংবাদ » মনপুরায় নৌকা প্রতিকের প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ২
বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১




স্টাফ রিপোর্টার ।।ভোলাবাণী।।

আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ভোলা জেলার মনপুরা উপজেলার হাজিরহাট ইউপি নির্বাচন , এ নির্বাচন উপলক্ষে ইতিমধ্যে হাজিরহাট ইউনিয়নে নির্বাচনী সহিংসতার ঘটনা প্রায়ই ঘটছে । হাজিরহাট ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী দীপক চৌধুরীর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।

মনপুরায় নৌকা প্রতিকের প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ২১৭ জুন বৃহস্পতিবার হাজিরহাট ইউনিয়নের চৌধুরী বাজারে এক হামলার ঘটনা ঘটে। হামলায় মনপুরা উপজেলা ছাত্রলীগের সদস্য মনিরুল ইসলাম ও জহিরুল ইসলাম আহত হন । আহত এরা দু’জনই হাজিরহাট ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আপেল মার্কার মোহাম্মদ নবীর হোসেন এর সমর্থক ।

হামলায় আহত মনিরুল ইসলাম বলেন আমরা ১৭ জুন দুপুর ১২টার দিকে ১ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আপেল মার্কা মোহাম্মদ নবীর হোসেনের নির্বাচনী ওয়ার্ক করে চৌধুরী বাজারে চায়ের দোকানে বসেছিলাম। সে সময় হঠাৎ করে নৌকা প্রতীকের ইউপি চেয়ারম্যান প্রার্থী দীপক চৌধুরীর সমর্থক মিজানুর রহমান হিরা ১০ থেকে ১৫ জন লোক নিয়ে সে চায়ের দোকানে প্রবেশ করে। তারপর মিজানুর রহমান হীরা আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে তোরা চেয়ারম্যান প্রার্থী আনারস মার্কার নেজাম হাওলাদারের পক্ষে কাজ করিস। এ কথা বলে হীরা চায়ের দোকানের টেবিলের উপরে থাকা জগ দিয়ে আমার মাথায়  সজোরে আঘাত করে । পরে আমি তাকে বাধাগ্রস্ত করলে হীরা ও তার সমর্থকরা আমাকে ও  আমার সাথে থাকা জহিরুল ইসলামকে বেধড়ক মারপিট করতে থাকে । আমাদের চিৎকারে বাজারের লোকজন জড়ো হয়ে মিজানুর রহমান হীরা তার লোকজন নিয়ে সটকে পড়ে । আমি মাথায় প্রচন্ড আঘাত প্রাপ্ত হয়েছি তাই আমি সাথে সাথেই মনপুরা হাসপাতাল ও বর্তমানে ভোলা সদর হাসপাতালে ভর্তি রয়েছি। জহিরুল ইসলাম প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় অবস্থান করছে ।


আহত মনিরুল ইসলাম আরও বলেন নির্বাচনকে কেন্দ্র করে দীপক চৌধুরীর লোকজন আমাদেরকে প্রায়ই হুমকি-ধামকি প্রদান করে । আগামী ২১ তারিখ অনুষ্ঠিত ইউপি নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করছি । এ হামলার বিষয়ে আমি তৎক্ষণাৎ মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি । তিনি বলেছেন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে তাকে লিখিত অভিযোগ দিতে। আমি সুস্থ হয়ে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করবো।


এ ব্যাপারে জানতে চাইলে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন এই হামলার বিষয়ে আমি কিছুই জানিনা, আমার কাছে কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবো।


এদিকে ১৭ ই জুন  ভোলা প্রেসক্লাবে  হাজিরহাট ইউনিয়নে সুষ্ঠু নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে মনপুরা ভোটাধিকার বাস্তবায়ন কমিটি। সংবাদ সম্মেলনে ভোটাধিকার বাস্তবায়ন কমিটি হাজিরহাট ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী দীপক চৌধুরীর বিরুদ্ধে নির্বাচনে নীলনকশা করে জয়লাভের প্রস্তুতির অভিযোগ করেন ও প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন ।


এ বিষয়ে জানতে হাজিরহাট ইউনিয়ন নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী দীপক চৌধুরী ও হামলায় অভিযুক্ত মিজানুর রহমান হীরার সাথে কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি

বাংলাদেশ সময়: ২২:৩৬:২৮   ১০৫ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ২৫
গাজায় ইসরায়েলি হামলায় ৩৪৬২২ ফিলিস্তিনি নিহত
মুজিব শতবর্ষে বঙ্গবন্ধুর স্বপ্ন পুরনে একধাপ এগিয়ে মনপুরায় বঙ্গবন্ধুর চিন্তানিবাস পর্যটন কেন্দ্রস্থান সচিবের পরিদর্শন ॥
শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন
চাহিদার চেয়ে উৎপাদন ক্ষমতা বেশি থাকলেও ভোলায় লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাট থেকে মুক্তি পাচ্ছেন না গ্রাহকরা।
লালমোহনে জাগোনারী’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত
দুই মাসের নিষেধাজ্ঞার পর ভোলায় মধ্যরাত থেকে মাছ শিকারে নামবেন জেলেরা
ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে আরও ইউরোপীয় দেশ
তজুমদ্দিনে ৮৫৬টি গাছ কেটে রাস্তা চওড়া করার প্রস্তুতি সম্পন্ন ,স্থানীয়দের ক্ষোভ
ভোলায় ডিবির অভিযানে অস্ত্রসহ ৩ দস্যু আটক, অপহৃতরা উদ্ধার

আর্কাইভ