সোমবার, ৭ জুন ২০২১

চরফ্যাসনে ধুমপান ও তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে গণসচেতনতামূলক সেমিনার

প্রথম পাতা » সর্বশেষ সংবাদ » চরফ্যাসনে ধুমপান ও তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে গণসচেতনতামূলক সেমিনার
সোমবার, ৭ জুন ২০২১



নুরুল্লাহ ভূইয়া, চরফ্যাসন (ভোলা):

ভোলার চরফ্যাসনে মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে ধুমপান ও তামাকজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে গণসচেনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

---

সোমবার (৭জুন) উপজেলা প্রশাসনের  আয়োজনে সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো. রুহুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভুমি) রিপন বিশ্বাস,উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শোভন বসাক, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মো.নুর মোহাম্মদ তালুকদার। সভায়  উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় সাংবাদিক, মসজিদের ইমাম,এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ধুমপান ও তামাকজাত দ্রব্য সেবন কিভাবে শারীরিক, মানসিক,সামাজিক ও আর্থিকভাবে ক্ষতিকর প্রভাব ফেলে তা নিয়ে উক্ত সেমিনারে বক্তারা বিস্তারিত দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। এবং ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে অধূমপায়ীদেরও মুক্ত রাখতে পরামর্শ ও বিভিন্ন কার্যকরী প্রস্তাব রাখেন।

বাংলাদেশ সময়: ১৮:২৩:০২   ১১৬ বার পঠিত  |