সোমবার, ২৬ এপ্রিল ২০২১

ভোলায় কর্মহীন হয়ে পড়া বাস শ্রমিকদের মাঝে ত্রান বিতরন করছে গ্রামীন জন উন্নয়ন সংস্থা।

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় কর্মহীন হয়ে পড়া বাস শ্রমিকদের মাঝে ত্রান বিতরন করছে গ্রামীন জন উন্নয়ন সংস্থা।
সোমবার, ২৬ এপ্রিল ২০২১



স্ট্যাফ রির্পোটার।।ভোলাবাণী।। ভোলায় সামাজিক দূরত্ব বজায় রেখে লকডাউনে কর্মহীন হয়ে পড়া বাস শ্রমিকদের মাঝে ত্রান বিতরন কার্যক্রম শুরু করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রামীন জন উন্নয়ন সংস্থা(জিজেইউএস)।
আজ সোমবার দুপুরে একশত বাস শ্রমিকদের মাঝে ত্রান বিতরন কাজের উদ্ধোধন করেন গ্রামীন জন উন্নযন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন।

ভোলায় কর্মহীন হয়ে পড়া বাস শ্রমিকদের মাঝে ত্রান বিতরন করছে গ্রামীন জন উন্নয়ন সংস্থা।

এসময় উপস্থিত ছিলেন সংস্থার পরিচালক (মাইক্রোফিন্যান্স) মোঃ জাকির হোসেন ও উপ-পরিচালক জাহিদুর রহমান।
ত্রানের মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ১কেজি ডাল, ১ কেজি লবন ও ১টি করে সাবান।
গ্রামীন জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জানান করোনা ভাইরাসের’ কারনে কর্মহীন হয়ে পড়ায় বহু দরিদ্র মানুষ কঠিন সময় পার করছে বিধায় সংস্থার নিজস্ব তহবিল থেকে   তারা ত্রান বিতরন শুরু করেছেন। এ কার্যক্রম করোনাকালীন চলমান থাকবে।তিনি আরো জানান গ্রামীন জন উন্নয়ন সংস্থা  (জিজেইউএস) যেকোন দুর্যোগ মোকাবেলায় অসহায় মানুষের পাশে আছে এবং থাকবে।

বাংলাদেশ সময়: ১৮:০০:৫২   ৫৮ বার পঠিত  |