সোমবার, ২৬ এপ্রিল ২০২১

লালমোহনে একসাথে মা-মেয়ের ইসলাম ধর্ম গ্রহণ

প্রথম পাতা » ইসলাম ও ধর্ম » লালমোহনে একসাথে মা-মেয়ের ইসলাম ধর্ম গ্রহণ
সোমবার, ২৬ এপ্রিল ২০২১



 নিজস্ব প্রতিনিধি।।ভোলাবাণী।।

ভোলা জেলার লালমোহন উপজেলায় হিন্দুধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করেছেন মা ও মেয়ে।

লালমোহনে একসাথে মা-মেয়ের ইসলাম ধর্ম গ্রহণ

রবিবার (২৫ এপ্রিল) ভোলা জেলার জুডিসিয়াল ম্যাজিস্ট্রট আদালতে উপস্থিত হয়ে এফিডেভিটের মাধ্যমে হিন্দুধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন তারা।ইসলাম ধর্ম গ্রহণ করার পর মায়ের নাম বিবি ফাতেমা ও মেয়ের নাম বিবি আয়শা রাখা হয়। পূর্বে মায়ের নাম ছিল কল্পনা রাণী দে ও মেয়ের নাম ছিল জয়া রাণী দে।

এরা লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের বাসিন্দা।

নব মুসলিম নারী বিবি ফাতেমা বার্তাবাজারকে বলেন, মেয়ে আয়শা ও তার চলাফেরা ছিল মুসলিমদের সাথে। সেখান থেকে সে বুঝতে পারেন ইসলাম একটি শান্তির ধর্ম। যার কারনে তারা নিজ ইচ্ছায় ও সজ্ঞানে আজ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলামি শরিয়া মোতাবেক বাকি দিনগুলো কাঠাবেন। এবং সকলের কাছে দোয়াও চেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩:৩৫:৪৬   ৬৯ বার পঠিত  |