শনিবার, ২৪ এপ্রিল ২০২১

ভোলায় বিবা’র উদ্যোগে ২ শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ

প্রথম পাতা » এক্সক্লুসিভ » ভোলায় বিবা’র উদ্যোগে ২ শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ
শনিবার, ২৪ এপ্রিল ২০২১



স্ট্যাফ রির্পোটার ।।ভোলাবাণী।।“আপনার প্রয়োজনে নিয়ে যান, অন্যের প্রয়োজনে দিয়ে যান” এ স্লোগান নিয়ে উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় করোনা সংক্রমন রোধে জনসচেতনতায় তৈরী করা হয়েছে মানবতার দেয়াল। সদর উপজেলার সদর রোডে ব্যবসা প্রতিষ্ঠান বিয়ে বাজারের সামনে বিবা এ মামবতার দেয়াল তৈরী করে।

জেলা ও দায়রা জজ এ বি এম মাহমুদুল হক, পু‌লিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা ক্রিড়া সংস্থার সম্টাদক ইয়ারুল আলম লিটন, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু, দৈনিক ভোলাবাণীর সম্পাদক মোঃ মাকসুদুর রহমানসহ বিভিন্ন পেশাজীবি মানুষ ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগন এ সময় উপস্থিত ছিলেন।

তারই ধারাবাহিকতায় আজ শনিবার শহরের সদর রোডে বিয়ে বাজারের সামনে বেষ্ট ইনিসিয়েটিভ অব ভোলা (বিবা) আয়োজিত মানবতার দেয়াল থেকে দিনব্যাপি সবজি বিতরণ করা হয়েছে। জেলা ও দায়রা জজ এ বি এম মাহমুদুল হক, পু‌লিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা ক্রিড়া সংস্থার সম্টাদক ইয়ারুল আলম লিটন, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু, দৈনিক ভোলাবাণীর সম্পাদক মোঃ মাকসুদুর রহমানসহ বিভিন্ন পেশাজীবি মানুষ ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগন এ সময় উপস্থিত ছিলেন।শ‌নিবার সকাল ১০টা থে‌কে আলু,কুমর,ঢেরস,পুইশাক, কাচা ম‌রিচ‌,লেবু,স‌্যালাইনসহ বিভিন্ন সবজি ২ শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন বিয়ে বাজারের সত্বাধিকারী মনিরুল ইসলাম। তিনি আরও জানান, করোনা সংক্রমন রোধে মানুষকে সচেতনতার লক্ষে তিনি গত ৪ এপ্রিল এ কার্যক্রম শুরু করেছেন। এখানে হাত ধোয়া কর্মসূচী গ্রহনের পাশাপাশি বিনামূল্যে বিতরণ করা হচ্ছে মাস্ক, স‌্যনিটাইজারসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, পোষাক ও খাদ্য। করোনাকালীন মানবতার দেয়া‌লের এ কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।

২ শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে শাক বিতরণ করেন বিয়ে বাজারের সত্বাধিকারী মনিরুল ইসলাম।

মানবতার দেয়ালের পাশে এসে দাড়িয়েছেন অনেকেই। প্রায় প্রতিদিনই মানবতার দেয়ালে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কর্মকর্তারা। আবার মানবতার দেয়াল থেকে মানুষের প্রয়োজনে মাস্ক, স‌্যনিটাইজারসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, পোষাক ও খাদ্য নিয়ে যাচ্ছেন অনেকেই। মানবতার দেয়ালের পাশে এসে দাড়িয়েছেন ভোলার জেলা প্রশাসক তৌ‌ফিক-ই-লাহী চৌধুরী, জেলা ও দায়রা জজ এ বি এম মাহমুদুল হক, পু‌লিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার সহ বি‌ভিন্ন ব‌্যক্তি ও প্র‌তিষ্ঠান। তারা তাদের পক্ষ খে‌কে বি‌ভিন্ন সম‌য়ে মাক্স, স‌্যনিটাইজার ও পোষাক দি‌য়ে সহযোগিতা করছেন এবং এ মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯:৪৭:২৪   ৮৬ বার পঠিত  |