শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১

প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৭উইকেটে ৫৪১ রান।

প্রথম পাতা » খেলাধূলা » প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৭উইকেটে ৫৪১ রান।
শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১



ভোলাবাণী স্পোর্টস ডেক্সঃ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৪৭৪ রান। দ্বিতীয় দিনের শেষ বেলায় ক্যান্ডির আকাশ কালো মেঘে ঢেকে গেল। বৃষ্টির আভাসও দেখা গেল। কিন্তু তার আগেই আলোর স্বল্পতায় দিনের খেলা সমাপ্ত ঘোষণা করেন আম্পায়াররা। দিন শেষে ৪৩ রানে অপরাজিত ছিলেন মুশফিক, ২৫ রানে লিটন দাস।

প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৫৪১ রান।

শুক্রবার (২৩ এপ্রিল) তৃতীয় দিনের খেলায় ১২০ বলে ক্যারিয়ারের ২৩তম হাফ সেঞ্চুরি উদযাপন করলেন সাবেক অধিনায়ক। ক্যান্ডি টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ফিফটির দেখা পেলেন মুশফিকুর রহিম। তিনটি ডাবল সেঞ্চুরির মালিকের ফিফটির পর সফরকারীদের দলীয় সংগ্রহ ৫০০ এর ঘরে পৌঁছায়। এনিয়ে টেস্ট ইতিহাসে ১১ বার পাঁচশ করলো বাংলাদেশ।
মুশফিকুর রহিমের পর তৃতীয় দিনের প্রথম সেশনে ক্যারিয়ারের অষ্টম হাফ সেঞ্চুরি করলেন লিটন। ৬৬ বলে ৫ চার ও ১ ছয়ে পঞ্চাশ করেন তিনি। কিন্তু পরের বলেই গালিতে ওশাডা ফার্নান্ডোর ক্যাচ হন, তাকে মাঠছাড়া করেন বিশ্ব ফার্নান্ডো।

বাংলাদেশ সময়: ২০:১৩:১৭   ৫৬ বার পঠিত  |