মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১

মনপুরায় হাঁস-মুরগী পালনে সহায়তায় ঋন প্রদান ॥

প্রথম পাতা » প্রধান সংবাদ » মনপুরায় হাঁস-মুরগী পালনে সহায়তায় ঋন প্রদান ॥
মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১



মোঃ ছালাহউদ্দিন।।ভোলাবাণী।।মনপুরা প্রতিনিধি ॥
মনপুরা বি.আর.ডিবি আওতাধীন ইরোসপো কর্মসূচী মাধ্যমে হাঁস-মুরগী পালনে সহায়তায় ১০ লক্ষ ৫০ হাজার টাকা ঋন(চেক) প্রদান করা হয়েছে।

মনপুরা ঋন বিতরনে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম মিঞা ও বি.আর .ডিবি অফিসার মোঃ মাহতাব উদ্দিন অপু ভুইয়া ঋন বিতরন করেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বি.আর.ডিবি কার্যালয়ে ২৩ জন উপকার ভোগী মহিলাদের মধ্যে এ ঋন প্রদান করা হয়।
ঋন বিতরনের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম মিঞা, উপজেলা পল্লীউন্নয়ন কর্মকর্তা মোঃ মাহতাব উদ্দিন অপু ভুইয়া, প্রেসক্লাব সাবেক সাধারন সম্পাদক মোঃ ছালাহউদ্দিন, ইরোসপো মাঠ কর্মকর্তা শীরাম চন্দ্র দাস । চেকের মাধ্যমে প্রত্যেককে এই ঋন বিতরন করা হয়েছে। প্রত্যেক উপকারভোগী সোনালী ব্যাংকে তাদের নিজস্ব হিসাব নম্বরে চেক জমা দিয়ে টাকা উত্তোলন করবেন।,

বাংলাদেশ সময়: ১৫:৪০:০৭   ৭৬ বার পঠিত  |