শুক্রবার, ৯ এপ্রিল ২০২১

কবিতা || শেষ অভিনন্দন

প্রথম পাতা » সর্বশেষ সংবাদ » কবিতা || শেষ অভিনন্দন
শুক্রবার, ৯ এপ্রিল ২০২১



মো. নুরুল আমিন 


কফিনে করে যেদিন আমার লাশ

আসবে তোমার দুয়ারে

না বলা ভাষায় জানাতে শেষ মিনতি।

সেদিন হয়তো তুমি

শেষ দেখাটুকু দেখে নিবে

জলে ভাসা দুই নয়নে।

করুণ বেদনায় জেগে উঠবে তোমার

কঠিন হৃদয়ের আকুতি।

আমার ফেলে আসা স্মৃতিগুলো

বেদনার রাগিণী হয়ে ঘিরে ধরবে তোমায়

জানি না তখন তুমি

লজ্জায় মুখ লুকাবে কোথায়?

কতজনে ছিটাবে সেদিন

আতর-গোলাপ-চন্দন।

শেষ দুলা সাজিয়ে মোরে

জানাবে শেষ অভিনন্দন!!

কাঁদবে পরিবার পরিজন

বন্ধু-বান্ধব-আত্মীয় স্বজন।

হয়তো বা তখন

নিভৃতে তুমি ঝরাবে শুধু

নয়নের নোনাজল।

কী হবে আর কেঁদে মায়া কান্না

আমি তো আর আসব না ফিরে,

দেখাতে বুক ছিঁড়ে ভেতরের যাতনা!!

---

কবি ও সাংবাদিক, লালমোহন, ভোলা। 

বাংলাদেশ সময়: ৯:৩৫:৩০   ১০৮ বার পঠিত  |