নিজস্ব প্রতিনিধি।।ভোলাবাণী।।
ভোলা বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা উপজেলার দখিনা হাওয়া সি-বিচ পর্যটনে নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। মহামারি করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় সৌন্দর্যের এই লীলাভূমিতে পর্যটকদের ভ্রমণে নিষেধ করা হয়েছে।শুক্রবার (২ এপ্রিল) থেকে ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে এই সি-বিচ।মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম মিঞা ঢাকা পোস্টকে জানান, সরকারের দেওয়া ১৮ দফা নির্দেশনা অনুযায়ী দেশের গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্রগুলো ইতিমধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে। তারই ধারাবাহিকতায় মনপুরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভোলার গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র মনপুরা দখিনা হাওয়া সি-বিচ ১৪ দিন বন্ধ থাকবে। এরপর পরিস্থিতির উন্নত হলে পর্যটনে অনুমতি দেওয়া হবে। অন্যথায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।
ইউএনও বলেন, করোনা সংক্রমণ রোধে আমাদের সবার উচিত স্বাস্থ্যবিধি মেনে চলা। অন্যথায় সংক্রমণ ঠেকানো সম্ভব নয়।
বাংলাদেশ সময়: ১৯:৪৮:৪১ ১০০ বার পঠিত |