শনিবার, ২০ মার্চ ২০২১

ভোলা জেলা জার্নালিস্ট ফোরামের কমিটি গঠন: সভাপতি-নিয়াজ মাহমুদ সম্পাদক-মো.হাসনাইন

প্রথম পাতা » ভোলার মিডিয়া » ভোলা জেলা জার্নালিস্ট ফোরামের কমিটি গঠন: সভাপতি-নিয়াজ মাহমুদ সম্পাদক-মো.হাসনাইন
শনিবার, ২০ মার্চ ২০২১



স্টাফ রিপোর্টার ॥ ভোলাবাণীঃভোলা জেলা জার্নালিস্ট ফোরাম’র কমিটি ঘোষণা করা হযেছে।১৯ মার্চ ২০২১ইং শুক্রবার ভোলা শহরের সংগঠনের অস্থায়ী কার্যালয়ে জেলা জার্নালিস্ট ফোরাম এর সাধারণ পরিষদের উপদেষ্টা ও জেলা কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে সুপার সিক্স (৬)সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।

---

কমিটিতে,দৈনিক আমাদের সংগ্রাম পত্রিকার মোঃ নিয়াজ মাহমুদ জয়কে সভাপতি, দৈনিক ডোনেট বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি এডভোকেট গোলাম কাদের মনসুরকে সহ-সভাপতি,চ্যানেল এস  প্রতিনিধি মো. হাসনাইন আহমেদকে সাধারণ সম্পাদক, দৈনিক গনকন্ঠ পত্রিকার দৌলৎখান প্রতিনিধি এম এ আশরাফকে যুগ্ন সাধারণ সম্পাদক, দৈনিক মানবাধিকার ক্রাইম বার্তার প্রতিনিধি মো.শাহীন সোহাগকে যুগ্ন সম্পাদক এবং দৈনিক খবর পত্রিকা ও ভোলার ক্রাইম আপডেট ডটকম এর সম্পাদক মো. আশরাফুর রহমান ইমনকে সাংগঠনিক সম্পাদক করে সুপার সিক্স(৬) সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
পূর্নাঙ্গ কমিটি ও উপদেষ্টা পরিষদ সদস্যদের নাম পরবর্তিতে নির্ধারণ করে ঘোষণা করা হবে।
অসহায় নির্যাতিত সংবাদ কর্মীদের পাশে থেকে জেলার বিভিন্ন সামাজিক উন্নয়ন মুলক কর্মকান্ডে কাজ করার জন্য এই কমিটি আগামি ১ বছরের জন্য ঘোষণা করা হয়।ভোলা জেলা জার্নালিষ্ট ফোরাম এর নব নির্বাচিত নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়ে সাবেক কমিটির দায়িত্বে থাকা নেতৃবৃন্দসহ জেলার বিভিন্ন অনলাইন,ফেসবুকসহ প্রিন্ট পত্রিকায় ভোলার গনমাধ্যম সাংবাদিক নেতারা।
এবিষয়ে জার্নালিস্ট ফোরাম ভোলা কমিটি আত্মপ্রকাশ এর শুরু থেকে পর পর দুই বারের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান ফাহাদ বলেন, সাংবাদিক সংগঠনের নেতৃত্ব প্রকৃতপক্ষে কলম সৈনিকরা দিয়ে থাকেন। যারা প্রতিনিয়ত দেশের বস্তনিষ্ঠ সংবাদ সংগ্রহ করেন। জার্নালিস্ট ফোরাম ভোলা বিগত সময়ে অক্লান্ত পরিশ্রমে সফলতাকে সাথে নিয়ে আমরা ভোলার বিভিন্ন উপজেলায় কমিটি গঠন সম্পন্ন করেছি।

আমরা সংগঠনের মান অক্ষুণ্ণ রেখেছি সকল দল-মতের উর্ধে থেকেই। আগামীতেও নবগঠিত কমিটির এ ধারাবাহিকতা অব্যাহত রাখবে।পরে তিনি নবগঠিত কমিটির সকলকে অভিনন্দন জানিয়ে নির্যাতিত সাংবাদিক পাশে থেকে কাজ করার প্রত্যাশা করেন।পাশাপাশি ভোলা জেলার বিভিন্ন সামাজিক উন্নয়ন মুলক কর্মকান্ডে উক্ত কমিটি ভুমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১৭:৪৪:০৬   ৭৩ বার পঠিত  |