সোমবার, ৮ মার্চ ২০২১

চরফ্যাশনে দুটি ইট ভাটা ধ্বংস করেছে পরিবেশ অধিদপ্তর

প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশনে দুটি ইট ভাটা ধ্বংস করেছে পরিবেশ অধিদপ্তর
সোমবার, ৮ মার্চ ২০২১



নুরুল্লাহ ভূইয়া।।ভোলাবাণী।। চরফ্যাসন প্রতিনিধি: ভোলার চরফ্যাসনে অবৈধভাবে চলমান দুটি ইটভাটাকে ধ্বংস করা হয়েছে।

চরফ্যাশনে দুটি ইট ভাটা ধ্বংস করেছে পরিবেশ অধিদপ্তর

আজ( ৮মার্চ)  চরমানিকা ২নং ওয়ার্ডে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিকুর রহমানের নির্দেশে ভোলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল মালেক মিয়ার নেতৃত্বে রাত্রি ও আকন নামে দুটি ইটভাটার কয়েক লক্ষ ইটসহ চুল্লি পুরোপুরি ধ্বংস করা হয়। র‍্যাব-৮,পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এ অভিযানে অংশ নেন।  দুপুর প্রায় ২টায় শুরু হওয়া এ অভিযান চলে বিকেল  সারে চারটা পর্যন্ত  ।

চরফ্যাশনে দুটি ইট ভাটা ধ্বংস করেছে পরিবেশ অধিদপ্তর

অবৈধ দুটি ইট ভাটা ধ্বংস করায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে আসে। নাম প্রকাশের অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী জানান, প্রভাব দেখিয়ে সোহাগ আকন ও তার ভাই জিয়া এতদিন অবৈধভাবে এই দুটি ব্রিক ফিল্ড চালিয়েছে। এলাকার গাছ, শস্য সর্বোপরি পরিবেশের ক্ষতি করলেও তাদের হামলার ভয়ে এলাকার কেউ এতদিন প্রতিবাদ করতে সাহস করেনি।

বাংলাদেশ সময়: ২০:৫৭:৩৯   ৯৯ বার পঠিত  |