বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১

আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের জন্য নতুন নির্দেশনা কেন্দ্রের

প্রথম পাতা » প্রধান সংবাদ » আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের জন্য নতুন নির্দেশনা কেন্দ্রের
বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১



ভোলাবাণী ডেক্সঃ এখন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের অনুমোদন ব্যতীত সংগঠনের কোন শাখা কমিটি বাতিল করা যাবে না বলে ঘোষণা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দলটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তি জানানো হয়, সম্মেলন বা কাউন্সিল ব্যতীত সংগঠনের যে কোন পর্যায়ের কমিটি বাতিল করার ক্ষেত্রে সংগঠনের গঠনতন্ত্রের বিধি-বিধান অনুসরণ করতে হবে এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের অনুমোদন ব্যতীত সংগঠনের কোন পর্যায়ের কমিটি বিলুপ্ত বা বাতিল করা যাবে না।

আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের জন্য নতুন নির্দেশনা কেন্দ্রের

প্রেস বিজ্ঞপ্তি জানানো আরও জানানো হয়, আওয়ামী লীগ-এর কোন শাখা কমিটি উক্ত শাখার সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কোনো কমিটি বিলুপ্ত বা বাতিল করতে পারবে না। সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কোন শাখা কমিটি বিলুপ্ত বা বাতিল করার ক্ষমতা কেবলমাত্র ওই সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের। বাংলাদেশ আওয়ামী লীগ-এর গঠনতন্ত্র অনুযায়ী সহযোগী সংগঠনসমূহ স্ব স্ব সংগঠনের গঠনতন্ত্র দ্বারা পরিচালিত হয়।বাংলাদেশ আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মীকে সংগঠনের গঠনতন্ত্রের বিধি-বিধান প্রতিপালন করার জন্য কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক নির্দেশনা প্রদান করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২৩:১৩:০৩   ৬১ বার পঠিত  |