টাইগারদের ঐতিহাসিক জয়ে বাঁধভাঙা উল্লাস; উৎসবের নগরীতে পরিণত রাজধানী

প্রথম পাতা » খেলাধূলা » টাইগারদের ঐতিহাসিক জয়ে বাঁধভাঙা উল্লাস; উৎসবের নগরীতে পরিণত রাজধানী
সোমবার, ২০ মার্চ ২০১৭



---

ভোলাবাণী :শততম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের ঐতিহাসিক জয়ে বাঁধভাঙা উল্লাসে মেতে উঠেছে গোটা দেশ। সেই সঙ্গে মুহূর্তেই উৎসবের নগরীতে পরিণত হয় রাজধানী ঢাকা। অবিস্মরণীয় এমন জয়ে সমর্থকরা উল্লাসে ফেটে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায়ও। পুরো টিএসসি এলাকা বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠে ক্রিকেটপ্রেমী, অনুরাগী, সমর্থকরা।

খেলার ফলাফল অনেকটা নিশ্চিত হওয়ার পরপরই টিএসসিতে এসে জড়ো হয় বাংলাদেশ দলের ভক্ত-অনুরাগীরা। হাজার হাজার ক্রিকেটপ্রেমী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে বিজয় মিছিল নিয়ে আসে টিএসসিতে। সঙ্গে যুক্ত হয় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসা ক্রিকেটপ্রেমীরাও।

কেউ কেউ মুখে রঙ মেখে, প্রিয় মানুষদের জড়িয়ে ধরে, বাজনা বাজিয়ে জয় উদযাপন করছেন। বাজনার সঙ্গে সঙ্গে তাদের মুখে সম্মিলিতভাবে উচ্চারিত হচ্ছিল ‘বাংলাদেশ বাংলাদেশ’।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানভির আহমেদ বন্ধুদের সঙ্গে টিএসসিতে বিজয়োল্লাসে মেতে উঠেছেন। তিনি বলেন, বাংলাদেশ ঐতিহাসিক জয় পেতে যাচ্ছে বিষয়টি নিশ্চিত হওয়া মাত্রই হল থেকে টিএসসিতে ছুটে এসেছি সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেয়ার জন্য।

পাশেই বিজয়ের আনন্দে বান্ধবীদের সঙ্গে রঙ মাখামাখি করছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া খাতুন। তিনি বলেন, বাংলাদেশের এই ঐতিহাসিক জয়ের মধ্য দিয়ে আমাদের প্রত্যাশার পরিধি আরও বেড়ে গেল। এমন আনন্দময় মুহূর্ত ধরে রাখতেই ছুটে এসেছি টিএসসিতে।

শুধু টিএসসি নয়, বাংলাদেশের জয়ের পরপরই রাজধানীসহ সারাদেশে রাস্তায়, পাড়া-মহল্লায় শুরু হয় জয়ধ্বনি। বাংলাদেশ বাংলাদেশ স্লোগানে উল্লাসে মেতে ওঠে সাধারণ মানুষ।

বাংলাদেশ সময়: ১:১৬:৩৩   ১৯৯ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধূলা’র আরও খবর


ভোলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন
আইপিএলে চতুর্থ দ্রুততম সেঞ্চুরিয়ান ট্রাভিস হেড
ভোলায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজতামিম-রিশাদ ঝড়ে টাইগারদের সিরিজ জয়
শান্তর সেঞ্চুরি ও মুশফিকের ব্যাটিং নৈপুর্নে সিরিজে এগিয়ে বাংলাদেশ
ভোলায় ক্ষুদে ফুটবলারদের সংবর্ধনা
মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে উদ্যোগে বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত ॥
বাংলাদেশ-শ্রীলংকা টি টুয়েন্টিছয় মেরে জয় এনে দিলেন শান্ত
মাহমুদউল্লাহ ও জাকেরের ঝড়ো ব্যাটিংয়েও জিততে পারলো না বাংলাদেশ
ভোলা সরকারি কলেজে আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতা বাচাই অনুষ্ঠিত

আর্কাইভ