ভোলায় স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় দুই গ্রুপের মারামারি; আহত ১৫

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় দুই গ্রুপের মারামারি; আহত ১৫
রবিবার, ২০ ডিসেম্বর ২০২০



---বিশেষ প্রতিনিধি।। ভোলাবাণী।।

ভোলায় স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় দুই গ্রুপের মারামারিতে আহত হয়েছেন ১৫ জন। শনিবার সন্ধ্যায় এ ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে মহাজনপট্টি জেলা বিএনপি অফিসের পেছনের চত্বরে কর্মীসভার আয়োজন করে চরফ্যাশন ও মনপুরা উপজেলা স্বেচ্ছাসেবক দল।

এতে কেন্দ্রীয় ও বরিশাল বিভাগীয় নেতারা আসেন। তাদের উপস্থিতিতেই বিকেল ৫টায় সভার শুরুতে ভোলা-৪ আসনের সাবেক এমপি নাজিম উদ্দিন আলম ও কেন্দ্রীয় যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন সমর্থকদের মধ্যে স্লোগান দেয়া নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে মারামারি শুরু হয়।

এ সময় দুই গ্রুপের কমপক্ষে ১৫ জন আহত হন। ভাঙচুর করা হয় সভার জন্য আনা চেয়ার-টেবিল। সভা সাময়িক বন্ধ রাখা হয়। এ সময় ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। ঘটনার পরই ভাঙচুর করা চেয়ার-টেবিল সরিয়ে ফেলা হয়। এদিকে মাগরিবের পরে জেলা বিএনপি কার্যালয়ে বন্ধ হয়ে যাওয়া সভা পুনরায় শুরু হয়।

তবে সংঘর্ষ ও ভাঙচুরের বিষয়ে স্বেচ্ছাসেবক দলের নেতাদের তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুমেন জানান, তার নিকটাত্মীয় মারা যাওয়ায় তিনি দলীয় কার্যালয়ে যাননি। এমন কোনো খবর তার জানা নেই।

ভোলা সদর মডেল থানার ওসি এনায়েত হোসেন জানান, ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করা হয়েছে। মামলা হলে তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

বাংলাদেশ সময়: ১৩:৫১:০৭   ৯৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


লালমোহনে জাগোনারী’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত
দুই মাসের নিষেধাজ্ঞার পর ভোলায় মধ্যরাত থেকে মাছ শিকারে নামবেন জেলেরা
ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে আরও ইউরোপীয় দেশ
তজুমদ্দিনে ৮৫৬টি গাছ কেটে রাস্তা চওড়া করার প্রস্তুতি সম্পন্ন ,স্থানীয়দের ক্ষোভ
ভোলায় ডিবির অভিযানে অস্ত্রসহ ৩ দস্যু আটক, অপহৃতরা উদ্ধার
গুজবে কেউ কান দেবেন নাঅটো চেয়ারম্যান হওয়ার দিন শেষ জনগনের ভোট লাগবে: মোহাম্মদ ইউনুছ
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২৪মনপুরায় উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী ৫ জন ॥ মোট প্রার্থী ১১ জন
তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥
এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
এ কে ফজলুল হককে কেন ‘শেরে বাংলা’ বলা হয়?

আর্কাইভ