মঙ্গলবার, ১৪ মার্চ ২০১৭

আজ পল্লিকবি জসীমউদ্দীনের ৪১তম মৃত্যুবার্ষিকী

প্রথম পাতা » জাতীয় » আজ পল্লিকবি জসীমউদ্দীনের ৪১তম মৃত্যুবার্ষিকী
মঙ্গলবার, ১৪ মার্চ ২০১৭



---

ভোলাবাণী : আজ ১৪ মার্চ। পল্লিকবি জসীমউদ্দীনের ৪১তম মৃত্যুবার্ষিকী। তার পুরো নাম জসীমউদ্দীন মোল্লা হলেও তিনি জসীমউদ্দীন নামেই পরিচিত। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকাল ৮টায় কবির কবরে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

জসীমউদ্দীনের লেখা ‘কবর’ কবিতাটি বাংলা সাহিত্যে এক অবিস্মরণীয় অবদান। নকশী কাঁথার মাঠ ও সোজন বাদিয়ার ঘাট কবির শ্রেষ্ঠ দুটি রচনা।

তিনি ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার বাড়ি ছিল একই জেলার গোবিন্দপুর গ্রামে। বাবার নাম আনসার উদ্দিন মোল্লা। তিনি পেশায় একজন স্কুলশিক্ষক ছিলেন। মায়ের নাম আমিনা খাতুন ওরফে রাঙাছুট।

১৯৭৬ সালের আজকের এই দিনে ৭৩ বছর বয়সে ঢাকায় মৃত্যুবরণ করেন কবি জসীমউদ্দীন। ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুরে কবির পৈতৃক বাড়িতে তার প্রিয় ডালিমগাছের নিচে কবিকে দাফন করা হয়।

বাংলাদেশ সময়: ১০:৫৯:৪৭   ১৬৪ বার পঠিত  |